Advertisement

ICC World Cup 2023 India VS Pakistan Match Ticket: আবার মিলছে ভারত VS পাকিস্তান ম্যচের টিকিট, কীভাবে কাটবেন?

শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সেই ম্যাচের টিকিট নিয়ে হাহাকার শুরু হয়ে গিয়েছে। সেই সমস্যা মেটাতে আবারও টিকিট ছাড়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই। শুধু এই ম্যাচ নয়, পাওয়া যাবে ভারত-বাংলাদেশ ম্যাচের টিকিটও।

ভারত ও পাকিস্তান
Aajtak Bangla
  • ,
  • 11 Oct 2023,
  • अपडेटेड 4:08 PM IST

শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সেই ম্যাচের টিকিট নিয়ে হাহাকার শুরু হয়ে গিয়েছে। সেই সমস্যা মেটাতে আবারও টিকিট ছাড়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই। শুধু এই ম্যাচ নয়, পাওয়া যাবে ভারত-বাংলাদেশ ম্যাচের টিকিটও।

কীভাবে কাটবেন টিকিট?
 

বিসিসিআই ট্যুইটারে পোস্ট করে জানিয়েছে কীভাবে সমর্থকরা টিকিট কাটতে পারবেন https://tickets.cricketworldcup.com/explore/c/icc-cricket-world-cup এই ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটা যাবে। বুধবার রাত আটটা থেকে কাটা যাবে এই টিকিট। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে রোহিতদের ম্যাচ আহমেদাবাদে। এরপর পরের বৃহস্পতিবার ১৯ অক্টোবর পুনের স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এই দুই ম্যাচের টিকিটই পাওয়া যাবে বুধবার।  ১৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে থাকছে বিনোদনের বিরাট আয়োজন। এমনিতেই রোহিত শর্মা বনাম বাবর আজমদের লড়াই নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। তার পাশাপাশি এই ম্যাচে পারফর্ম করতে দেখা যেতে পারে অরিজিৎ সিং সহ একাধিক তারকাকে। 

কখন হবে অনুষ্ঠান?
বিসিসিআই-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ভারত-পাক ম্যাচের আগে ভরপুর বিনোদনের ব্যবস্থা থাকবে। বলিউড তারকাদের মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে। শোনা গিয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন তামান্না ভাটিয়া, অরিজিৎ সিংরা। তবে তা হয়নি। শেষ মুহূর্তে বাতিল করা হয় অনুষ্ঠান। তা নিয়ে কম সমালোচনা হয়নি সোশ্যাল মিডিয়ায়। সেই সময় বিসিসিআই কর্তারা জানিয়েছিলেন, বোর্ড সরকারিভাবে অনুষ্ঠানের ব্যাপারে কিছুই জানায়নি। তবে এবার ভারত-পাক ম্যাচের আগে বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, অনুষ্ঠান হবে ভারত-পাক ম্যাচের দিনই। জমকালো অনুষ্ঠানের পর শুরু হবে ২২ গজের মহারণ।

বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দুপুর ১২:৪০ থেকে শুরু হবে এই জমকালো অনুষ্ঠান। অনুষ্ঠান শেষ হবে দুপুর ১:১০ নাগাদ। সেই সময়, দুই দলের ক্রিকেটাররা মাঠে ঢুকবেন। যদিও বলিউড তারকাদের মধ্যে কারা আসবেন তা এখনও বোর্ডের পক্ষ থেকে জানান হয়নি। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement