Advertisement

ICC World Cup 2023: সেমিফাইনালে ভারতের ম্যাচের টিকিট পাওয়ার শেষ সুযোগ, কখন-কীভাবে কাটবেন?

ভারতের ম্যাচ তো বটেই, সেমিফাইনাল ও ফাইনালেও টিকিটের চাহিদা বাড়ছে। ভারতের সমস্ত ম্যাচেই উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। টিম ইন্ডিয়া সেমিফাইনালে উঠে যাওয়ায়, বেড়ে গিয়েছে সেমিফাইনালের টিকিটের চাহিদাও। 

টিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Nov 2023,
  • अपडेटेड 12:33 PM IST

ভারতের ম্যাচ তো বটেই, সেমিফাইনাল ও ফাইনালেও টিকিটের চাহিদা বাড়ছে। ভারতের সমস্ত ম্যাচেই উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। টিম ইন্ডিয়া সেমিফাইনালে উঠে যাওয়ায়, বেড়ে গিয়েছে সেমিফাইনালের টিকিটের চাহিদাও। 

গ্রুপ পর্বের টিকিট অনেক আগেই অনলাইনে ছেড়ে দেওয়া হয়েছিল। দেওয়া হয়েছিল সেমিফাইনাল বা ফাইনালের টিকিটও। তবে তা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। অনেকেই  অপেক্ষায় রয়েছেন ফের কবে দেওয়া হবে সেমিফাইনালের টিকিট।ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিল কোথায় এবং কবে থেকে ফাইনাল এবং দুই সেমিফাইনালের টিকিট পাওয়া যাবে। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে আজ অর্থাৎ ৯ নভেম্বর দুই সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট কাটতে পারবেন দর্শকরা।তবে টিকিট পাচ্ছেন না অনেকেই। অনলাইনে টিকিট কাটতে গিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে সমর্থকদের। তবে শেষ সুযোগ কিন্তু এখনও রয়েছে। আজ অর্থাৎ ৯ নভেম্বর রাত ৮টা থেকে মিলবে সেমিফাইনাল ম্যাচের টিকিট। 'বুক মাই শো'র অ্যাপ থেকে এই টিকিট কাটা যাবে। 

কোথায় হবে সেমিফাইনাল এবং ফাইনাল?
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৫ নভেম্বর হবে। দ্বিতীয় সেমিফাইনালটি ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে হবে। এবং মেগা ফাইনালটি হবে ১৯ নভেম্বর মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

এখনও অবধি তিন দল সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। তবে শেষ দল কারা হবে? নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আফগানিস্তান ৪ নম্বর জায়গায় থেকে সেমিফাইনালে উঠতে পারে। যদি নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচে জেতে এবং পাকিস্তান ও আফগানিস্তান তাদের শেষ ম্যাচ হেরে যায়, তাহলে কিউই দল যোগ্যতা অর্জন করবে। যদি নিউজিল্যান্ড এবং আফগানিস্তান তাদের শেষ ম্যাচে হারে তবে পাকিস্তান তাদের শেষ ম্যাচে জিতে সেমিফাইনালে যাবে। যদি নিউজিল্যান্ড ও আফগানিস্তান দল তাদের শেষ ম্যাচে হেরে যায়, সেক্ষেত্রে আফগানিস্তান দল যদি তাদের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জিতলে ৪ নম্বরে কোয়ালিফাই করবে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement