Advertisement

ICC World Cup 2023 India VS South Africa Tickets: ইডেনে ভারত VS দঃ আফ্রিকা, কীভাবে টিকিট রিডিম? রইল প্রসেস

বিশ্বকাপে ইডেন গার্ডেন্স পেয়েছে পাঁচটি ম্যাচ। ২৮ অক্টোবর ক্রিকেটের নন্দন কাননে প্রথম ম্যাচ। টিকিটের হাহাকার শুরু হয়ে গিয়েছে অনেক আগেই। অনলাইনে টিকিট প্রায় শেষ। কিন্তু টিকিট কাটলেই তো হবে না? রিডিম করতে হবে। পাশাপাশি সিএবি-র প্রচুর সদস্য রয়েছেন তাঁরা কীভাবে টিকিট পাবেন? তা নিয়েই বিজ্ঞপ্তি দিল বাংলার ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Oct 2023,
  • अपडेटेड 1:22 PM IST

বিশ্বকাপে ইডেন গার্ডেন্স পেয়েছে পাঁচটি ম্যাচ। ২৮ অক্টোবর ক্রিকেটের নন্দন কাননে প্রথম ম্যাচ। টিকিটের হাহাকার শুরু হয়ে গিয়েছে অনেক আগেই। অনলাইনে টিকিট প্রায় শেষ। কিন্তু টিকিট কাটলেই তো হবে না? রিডিম করতে হবে। পাশাপাশি সিএবি-র প্রচুর সদস্য রয়েছেন তাঁরা কীভাবে টিকিট পাবেন? তা নিয়েই বিজ্ঞপ্তি দিল বাংলার ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি

কীভাবে কবে পাবেন ভারত- দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট?
দক্ষিণ আফ্রকার বিরুদ্ধে ভারত ইডেনে খেলবে ৫ নভেম্বর। সেই ম্যাচের টিকিটের চাহিদা আকাশছোঁয়া। যারা টিকিট কেটেছেন তাঁরা ২ নভেম্বর  বেলা ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে ইডেনের ৫,৬,৭ ও ৮ নম্বর গেটে লাইন দিতে হবে সমর্থকদের। আর সদস্যরা ২১ অক্টোবর বেলা ১১টা থেকে রাত আটটার মধ্যে সিএবি-র ওয়েবসাইটে লগ অন করে টিকিট নিতে পারেন। সদস্যদের ক্ষেত্রে টিকিট শেষ হওয়া পর্যন্ত সুযোগ থাকবে।   বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ হবে ২৮ অক্টোবর। সেই ম্যাচের টিকিট রিডিম করতে হলে ২৫ অক্টোবর বেলা ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে ইডেনের ৫,৬,৭ ও ৮ নম্বর গেটে লাইন দিতে হবে সমর্থকদের। আর সদস্যরা ২১ অক্টোবর বেলা ১১টা থেকে রাত আটটার মধ্যে সিএবি-র ওয়েবসাইটে লগ অন করে টিকিট নিতে পারেন। সেই দিনই মেম্বারদের দেওয়া হবে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের টিকিটও।  

এবারেই প্রথমবার ভারত এককভাবে বিশ্বকাপ আয়োজন করছে। পাশাপাশি প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া, তারপর আফগানিস্তান তৃতীয় ম্যাচে পাকিস্তান ও চতুর্থ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দারুণ ছন্দে টিম ইন্ডিয়া। ফলে টিকিটের চাহিদা আরো বাড়ছে ভারতের ম্যাচে। তার উপর বৃহস্পতিবার বিরাট কোহলি সেঞ্চুরি পাওয়ায় উৎসাহ আরও বেড়ে গিয়েছে। শুভমন গিল, বিরাট, বুমরা, রোহিতদের দেখার জন্য মুখিয়ে কলকাতাবাসী। 

রবিবার ভারতের বিরুদ্ধে খেলতে নামছে নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে গতবারের রানার্সরা। কিউয়িদের হারাতে পারলে ভারতের সামনেও শীর্ষে যাওয়ার সুযোগ থাকছে।    

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement