ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ জয় পেয়েছে আফগানিস্তান। সেই ম্যাচের নায়ক রহমনুল্লাহ গুরবাজ শাস্তির মুখে পড়লেন। ক্রিকেট ব্যাটের অপমান করার জন্য শাস্তি পেলেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা গুরবাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ ৮০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু রান আউট হয়ে ফেরার সময় ব্যাট দিয়ে বাউন্ডারির রোপে মেরেছিলেন গুরবাজ। সেই কারণেই শাস্তি দেওয়া হল তাঁকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৯ রানে জয় পেয়েছে আফগানিস্তান। এটাই এবারের বিশ্বকাপে প্রথম অঘটন। সেই ম্যাচেই আউট হয়ে ফেরার সময় মেজাজ ঠিক রাখতে পারেননি তিনি। বাউন্ডারির রোপে ব্যাট দিয়ে আঘাত করেন তিনি। শুধু তাই নয়, ডাগ আউটেও ব্যাট দিয়ে মারতে দেখা যায় তাঁকে। আইসিসির নিয়ম অনুযায়ী, ক্রিকেটারদের অথবা মাঠের সরঞ্জামকে অপমান করায় শাস্তি পেতে হচ্ছে তাঁকে। গুরবাজকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাঁকে। দু’বছরের মধ্যে মোট চারটি ডিমেরিট পয়েন্ট পেলে নির্বাসিত হতে হয় এক জন ক্রিকেটারকে। ফলে ভবিষ্যতে আরও সতর্ক থাকতে হবে উইকেটকিপার ব্যাটারকে।
চেন্নাইতে এর পরের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ ছন্দে ছিলেন গুরবাজ। তিনি যদি এই ম্যাচেও তারকা হয়ে উঠে নিউজিল্যান্ডের বিজয়রথ থামিয়ে দিতে পারেন তবে সেমিফাইনালের লড়াইয়েও প্রবলভাবে ফিরে আসবে আফগানিস্তান।
প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৮৪ রান তোলে আফগানিস্তান। তার পর ইংল্যান্ড ২১৫ রানে শেষ হয়ে যায়। স্পিনার মুজিব উর রহমান একাই নেন ৩ উইকেট। রশিদ খানও ৩ উইকেট নেন। ২ উইকেট নেন মহম্মদ নবি। এই হারের ফলে সমস্যায় পড়তে হয়েছে ইংল্যান্ডকে। গতবারের চ্যাম্পিয়নদের এবার পরপর ম্যাচ জিততে হবে বিশ্বকাপে টিকে থাকতে হলে। শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের পর, শ্রীলঙ্কা ও ভারতের বিরুদ্ধেও ম্যাচ খেলবে ইংল্যান্ড। ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে অভিযান শুরু করার পর আফগানিস্তানের বিরুদ্ধেও হার পরিস্থিতি কঠিন করেছে ইংল্যান্ডের জন্য।