Advertisement

ICC World Cup 2023 Virat Kohli David Beckham: আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে বেকহ্যাম, দেখেই বিরাট যা করলেন, VIRAL

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ দেখতে মুম্বইয়ে এসেছেন ইংল্যান্ড ফুটবলের কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। সেই ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে তাঁর সঙ্গে দেখা করলেন বিরাট কোহলি।

বিরাট কোহলি ও ডেভিড বেকহ্যাম
Aajtak Bangla
  • মুম্বই,
  • 15 Nov 2023,
  • अपडेटेड 3:32 PM IST

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ দেখতে মুম্বইয়ে এসেছেন ইংল্যান্ড ফুটবলের কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। সেই ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে তাঁর সঙ্গে দেখা করলেন বিরাট কোহলি।

ভারতীয় দলের ওয়ার্মআপ চলাকালীন সচিন তেন্ডুলকরের সঙ্গে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসেন ইংল্যান্ড কিংবদন্তি। মাঠের মধ্যে দুই কিংবদন্তি যখন ঢোকেন সেই সময় ফুটবল নিয়ে অনুশীলন করছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। বেকহ্যামকে দেখে তাঁর দিকে বল পাস করেন বিরাট। এই মুহূর্তের ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ক্রিকেটারদের সঙ্গে পরিচয় করার সময় বিরাটের সঙ্গে কিছুটা সময় কাটান দুই তারকা।   

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। টসে কথা বলতে গিয়ে, অধিনায়ক রোহিত শর্মা ২০১৯বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের হারের কথা স্মরণ করেন, ব্ল্যাক ক্যাপদের ধারাবাহিকতা তুলে ধরে। রোহিত বলেন, 'আমরা প্রথমে ব্যাট করর। পিচ দেখতে বেশ ভালো মনে হচ্ছে স্লো হবে। আমরা যাই করি না কেন, আমাদের ভালো করতে হবে। আমি মনে করি ২০১৯ সালে আমরা যখন সেমিফাইনালে খেলেছিলাম তখন এটা করতে পারিনি। নিউজিল্যান্ড সবচেয়ে ধারাবাহিক দলগুলোর মধ্যে একটা। খুব গুরুত্বপূর্ণ দিন। ' 

নিউজিল্যান্ডও এই ম্যাচে টসে জিতলে ব্যাট করার সিদ্ধান্ত নিত বলে জানিয়েছেন কেন উইলিয়ামসন। তিনি বলেন, 'আমরা প্রথমে ব্যাট করতাম। দেখে মনে হচ্ছে এই পিচে আগে খেলা হয়েছে। আমরা বলে ভাল করতে চাই এবং পরে শিশির পড়বে। আশ্চর্যজনক ব্যাপার হল, চার বছর আগে, একই রকম পরিস্থিতি ছিল কিন্তু অন্য জায়গায়।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement