Advertisement

ICC World Cup 2023 India VS Bangladesh Update: কোহলির 'বিরাট' সেঞ্চুরি, বাংলাদেশকে হেলায় হারাল ভারত

বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতীয় দল। যদিও বাংলাদেশ দলে নেই সাকিব। মনে করা হয়েছিল তিনি ভারতের বিরুদ্ধে খেলতে পারেন।

বিরাট কোহলি
Aajtak Bangla
  • পুনে,
  • 19 Oct 2023,
  • अपडेटेड 9:25 PM IST

বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতীয় দল। যদিও বাংলাদেশ দলে নেই সাকিব। মনে করা হয়েছিল তিনি ভারতের বিরুদ্ধে খেলতে পারেন। তবে টসের সময় দেখা যায়, ক্যাপ্টেন্সি করছেন শান্ত। 

সেঞ্চুরি বিরাটের

জিতে গেল ভারত। ৭ উইকেটে বাংলাদেশকে হারাল টিম ইন্ডিয়া। বিরাট একাই সেঞ্চুরি করে ফেললেন। 

আউট শ্রেয়স

বড় শট খেলতে গিয়ে আউট শ্রেয়স। ৩ উইকেট হারিয়ে ফেলল টিম ইন্ডিয়া। 

হাফ সেঞ্চুরি বিরাটের

ভারতের রান এগিয়ে নিয়ে যাচ্ছেন কিং কোহলি। হাফ সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। 

আউট হয়ে গেলেন গিল

বড় শট খেলতে গিয়ে আউট গিল। ৫৩ রান করে আউট গিল। মেহেদি হাসানের বলে ক্যাচ ধরলেন মহমদুল্লাহ। 

হাফ সেঞ্চুরি গিলের

দারুণ ব্যাটিং গিলের। ৫২ বলে হাফ সেঞ্চুরি ভারতীয় ওপেনারের। 

আউট রোহিত

৪৮ রান করে আউট রোহিত। রানের গতি বাড়াতে দিয়ে ক্যাচ আউট হলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। 

৫০ পেরল ভারত

দারুণ শুরু দুই ওপেনারের। ৯ ওভারে উইকেট না হারিয়ে ৫০ করে ফেলল টিম ইন্ডিয়া। 

ইনিংস শুরু করল ভারত

দারুণ শুরু করেছে টিম ইন্ডিয়া। ছন্দে রহিত-গিল জুটি। 

২৫৭ রান করল বাংলাদেশ

৫০ ওভার শেষে ২৫৭ রান করেছে বাংলাদেশ। 

৪৭ ওভার শেষ

৪৭ ওভারের খেলা শেষ। ৭ উইকেট হারিয়ে ২৩৩ রান বাংলাদেশের। 

আউট রহিম

পয়েন্টে দারুণ ক্যাচ রবীন্দ্র জাদেজার। ৪৬ বলে ৩৮ রান করে আউট হলেন বাংলাদেশের উইকেটকিপার। 

২০০ পেরিয়ে গেল বাংলাদেশ

Advertisement

৫ উইকেট হারিয়ে ২০০ রান করে ফেলল বাংলাদেশ।

উইকেট শার্দূলের

উইকেট নিলেন শার্দূল। ১৭৯ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ। চাপে শান্তরা। 

৩৬ ওভারের খেলা শেষ

চার উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১৭০। উইকেটে রয়েছেন হৃদয় ও রহিম। 

হাফ সেঞ্চুরি করে আউট লিটনও

বড় শট খেলতে গিয়ে আউট লিটন। গুরুত্বপূর্ণ উইকেট পেয়ে গেল ভারত। 

আবার উইকেট হারাল বাংলাদেশ

উইকেট খোয়াল বাংলাদেশ। দারুণ ক্যাচ রাহুলের। উইকেট নিলেন সিরাজ। আউট মেহেদি হাসান মিরাজ। 

আউট হলেন ক্যাপ্টেন শান্ত

উইকেট নিলেন জাদেজাও। ব্যর্থ শান্ত। ১৭ বলে ৮ রান করে ফিরলেন বাংলাদেশ ক্যাপ্টেন। 

উইকেট হারাল বাংলাদেশ

উইকেট নিলেন কুলদীপ যাদব। ৯৪ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ।

১৪ ওভারে ৯০ করে ফেলল বাংলাদেশ

উইকেট হারায়নি বাংলাদেশ। হাফ সেঞ্চুরি করে ফেলেছেন তনজিম তামিম। লিটন দাসও দারুণ ছন্দে। 

বল করতে গিয়ে চোট পেলেন হার্দিক 

বল করার সময় চোট পেলেন হার্দিক। 

আক্রমণ করতে শুরু করেছেন বাংলাদেশ ব্যাটাররা

তানজিদ ও লিটন দাস দুই জনেই বড় শট খেলছেন.। ৮ ওভারে বিনা উইকেটে ৪০ রান করে ফেলেছে বেঙ্গল টাইগাররা। 

৫ ওভার শেষ

বাংলাদেশের রান বিনা উইকেটে ১০।

দলে নেই সাকিব

চোটের জন্য দলে নেই বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। চোট লেগেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে। উরুর সেই চোট সারেনি। দলে নাসিম। বাদ তাস্কিনও। 

টসে জিতল বাংলাদেশ

টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর। সিদ্ধান্তে অবাক অনেকেই। এমন পাটা উইকেটে চেজ করার সিদ্ধান্তই সঠিক ছিল বলেই মত বিশেষজ্ঞদের একাংশের।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement