Advertisement

ICC World Cup 2023: বিশ্বকাপ নেই টপলে, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে সারপ্রাইজ দিচ্ছে ইংল্যান্ড?

এবারের বিশ্বকাপে দারুণ শুরু করেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া থেকে শুরু করে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে এখনও অবধি একমাত্র দল হিসেবে অপরাজিত রয়েছেন রোহিত শর্মারা। রবিবার তাদের সামনে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে একেবারেই ছন্দে নেই ইংল্যান্ড। এই অবস্থায় তাদের সমস্যা আর বাড়িয়ে দিয়েছে রিস টপলের চোট।

ইংল্যান্ড দলে নতুন সারপ্রাইজ প্যাকেজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Oct 2023,
  • अपडेटेड 4:53 PM IST

এবারের বিশ্বকাপে দারুণ শুরু করেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া থেকে শুরু করে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে এখনও অবধি একমাত্র দল হিসেবে অপরাজিত রয়েছেন রোহিত শর্মারা। রবিবার তাদের সামনে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে একেবারেই ছন্দে নেই ইংল্যান্ড। এই অবস্থায় তাদের সমস্যা আর বাড়িয়ে দিয়েছে রিস টপলের চোট।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে আঙুলে চোট পান টপলে। পরে জানা যায়, তাঁর তর্জনী ভেঙে গিয়েছে। যার ফলে এই বিশ্বকাপে আর খেলা হবে না টপলের। তবে ভারতকে চাপে ফেলতে তড়িঘড়ি দেশ থেকে আরো এক অলরাউন্ডারকে উড়িয়ে আনা হচ্ছে। ভারতের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেন ব্রাইডন কার্স। তিনি ইংল্যান্ডের সারপ্রাইজ প্যাকেজ হতে পারেন বলে মনে করা হচ্ছে। বিশ্বকাপের মাঝপথে দলে ডাক পেলেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার। কার্সকে ইংল্যান্ডের আগামী দিনের তারকা বলছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। তিনি নাকি বেন স্টোকস ও লিয়াম প্লাংকেটের মিশ্রণ। কার্সের দলে নেওয়ারফ সিদ্ধান্তের প্রশংসা করেছেন জো রুটও।  

চার ম্যাচের মধ্যে মাত্র ১টি জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আগামি রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচ শুধু নয়, এবারের বিশ্বকাপে সমস্ত ম্যাচই ইংল্যান্ডের কাছে নক আউট। সেমি ফাইনালে যেতে হলে প্রতিযোগিতার বাকি সব ম্যাচ জিততে হবে। এমন অবস্থায় খেলতে নেমে ভারতকে কি হারাতে পারবে ইংল্যান্ড?

এদিকে মনে করা হচ্ছে, ভারতীয় দলে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া। তিনি চলে এলে টিম ইন্ডিয়ার ষষ্ঠ বোলারের অভাব পূরণ হবে বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বল করতে গিয়ে চোট পান হার্দিক। ফলে খেলতে পারেননি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে তিনি সুস্থ হয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। বিসিসিআই সূত্রের খবর, হার্দিকের শুধু গোড়ালি মোচকে গিয়েছিল। এখন তিনি প্রায় পুরোটাই সুস্থ। ২-৩ দিন অনুশীলন করলেই ম্যাচ ফিট হয়ে যাবেন। ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ পরের রবিবার। ফলে যথেষ্ট সময় রয়েছে হার্দিকের হাতে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement