Advertisement

ICC World Cup 2023 India VS Netherlands: বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত, নেদারল্যান্ডকে হারালেই পিছনে ফেলবেন সৌরভকে

ICC World Cup 2023 India VS Netherlands: রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। ছন্দে থাকা টিম ইন্ডিয়ার সামনে তাঁদের এখন বড় চ্যালেঞ্জ। তবে ভারতের কাছে ছন্দ ধরে রাখার পাশাপাশি একটা বড় রেকর্ড হাতছানি দিচ্ছে। যা আজ পর্যন্ত কখনও ঘটেনি।

নেদারল্যান্ডকে হারিয়ে বড় রেকর্ড গড়ার মুখে রোহিতের ভারত
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 12 Nov 2023,
  • अपडेटेड 4:08 PM IST

ICC World Cup 2023 India VS Netherlands: রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। ভারতীয় দল ইতিমধ্যেই সেমিফাইনালে চলে গিয়েছে। টানা আট ম্যাচ জিতে শেষ চারে যাওয়া নিশ্চিত করে ফেলেছে ভারত। অন্যদিকে বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই বাদ পড়ে গিয়েছে ডাচরা। এখন তাঁদের সামনে ভারতকে হারালে একমাত্র চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ রয়েছে। যদিও কাজটা কঠিন। ছন্দে থাকা টিম ইন্ডিয়ার সামনে তাঁদের এখন বড় চ্যালেঞ্জ। তবে ভারতের কাছে ছন্দ ধরে রাখার পাশাপাশি একটা বড় রেকর্ড হাতছানি দিচ্ছে। যা আজ পর্যন্ত কখনও ঘটেনি।

গ্রুপ টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালের টিকিট আগেই পাকা হয়ে গিয়েছে বিরাট কোহলি-রোহিত শর্মাদের। ডাচদের বিরুদ্ধে ম্যাচ একপ্রকার নিয়মরক্ষার। কিন্তু জয়ের যে অশ্বমেধের ঘোড়া ছুটছে ভারতের, তাতে কোনও রকম লাগাম পড়াতে নারাজ রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা।  নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের আগে নেদারল্যান্ডসকে ম্যাচকে প্রস্তুতি হিসেবে দেখছে ভারত। ফলে সেরা দলই নামিয়েছে টিম ইন্ডিয়া।

কার রেকর্ড ভাঙতে চলেছেন রোহিত ভারত?

আজ ভারত ম্যাচ জিতলেই একটি বিশেষ মাইলফলক ছুঁয়ে ফেলেবে ভারতীয় দল এবং অধিনায়ক হিসেবে রোহিত শর্মাও।আর এই রেকর্ড ভাঙতে পারলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ভাঙবেন রোহিত। আর ২০ বছর পুরনো এই রেকর্ড মুছে নাম লেখা হয়ে যাবে রোহিত শর্মার ভারতীয় দলের।

কোন রেকর্ড ভাঙার পথে?

দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই এই রেকর্ড ছুঁয়ে ফেলেছে ভারত। চলতি বিশ্বকাপে টানা ৮ ম্যাচ জিতলো অধিনায়ক রোহিতের দল। এটি ভারতীয় দলের এক বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড। এই রেকর্ডটি এতদিন এককভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দলের ছিল ২০০৩ সালে। আজ সেই রেকর্ড ছুঁয়ে ফেললো এই ভারতীয় দল আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারত জিতলেই সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতীয় দলের রেকর্ড ভেঙে দেবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। এর আগে কোনওদিনও একটি বিশ্বকাপে টানা নয় ম্যাচ অপরাজিত থাকেনি ভারত।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement