Advertisement

ICC World Cup 2023 India VS Netherlands: নেদারল্যান্ডের বিরুদ্ধে দলে পরিবর্তন, জায়গা হতে পারে অশ্বিন-শার্দূলের?

রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলে কিছু বদল হতে পারে বলেই মনে করা হচ্ছে। কারণ, ভারতীয় দল ইতিমধ্যেই সেমিফাইনালে চলে গিয়েছে। টানা আট ম্যাচ জিতে শেষ চারে যাওয়া নিশ্চিত করে ফেলায় কিছু পরিবর্তন হতে পারে দলে।

টিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 12 Nov 2023,
  • अपडेटेड 11:59 AM IST

রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলে কিছু বদল হতে পারে বলেই মনে করা হচ্ছে। কারণ, ভারতীয় দল ইতিমধ্যেই সেমিফাইনালে চলে গিয়েছে। টানা আট ম্যাচ জিতে শেষ চারে যাওয়া নিশ্চিত করে ফেলায় কিছু পরিবর্তন হতে পারে দলে।

গ্রুপ টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালের টিকিট আগেই পাকা হয়ে গিয়েছে বিরাট কোহলি-রোহিত শর্মাদের। ডাচদের বিরুদ্ধে ম্যাচ একপ্রকার নিয়মরক্ষার। কিন্তু জয়ের যে অশ্বমেধের ঘোড়া ছুটছে ভারতের, তাতে কোনও রকম লাগাম পড়াতে নারাজ রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম একাদশে দলের রিজার্ভ বেঞ্চের একাধিক প্লেয়ারকে খেলানোর একটা জল্পনা রয়েছে। তবে দলের উইনিং কম্বিনেশন ভাঙতে নারাজ রাহুল দ্রাবিড়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের আগে নেদারল্যান্ডসকে ম্যাচকে প্রস্তুতি হিসেবে দেখছে ভারত। ফলে সেরা দলই নামাবে টিম ইন্ডিয়া।

অপরদিকে, এবার বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়ে চমক দিয়েছিল নেদারল্যান্ডস। অন্যান্য ম্যাচ হারলেও ভাল ক্রিকেট খেলেছে স্কট এডওয়ার্ডস, আরিয়ান দত্তরা। পরিচয় দিয়েছে লড়াকু মানসীকতার। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ম্যাচে নিজেদের সেরাটা দিতে মরিয়া কমলা ব্রিগেড।

কখন কীভাবে দেখবেন ম্যাচ?
ভারত বনাম নেদারল্যান্ড ম্যাচ ফ্রিতে দেখা যাবে। এবারের বিশ্বকাপের সমস্ত ম্যাচই ফ্রিতে দেখাচ্ছে ডিজনি প্লাস হটস্টার। যদিও টিভিতে দেখতে হলে সেই সুবিধা পাওয়া যাবে না। দুপুর দু'টো শুরু হবে এই ম্যাচ। দেড়টায় টস হবে। স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে এই ম্যাচ। মোবাইলে লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। 

ভারতের সম্ভাব্য একাদশ: শুবমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব / রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ / শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।

Advertisement

এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে ডাচদের সম্ভাব্য একাদশ: ওয়েসলি বারেসি, ম্যাক্স ও'ডাউড, কলিন অ্যাকারম্যান, সিব্র্যান্ড এঙ্গেলব্রেট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), ব্যাস ডি লিড, তেজা নিদামানুরু, লগান ভ্যান বিক, ভ্যান ডার মারউই, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেন।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement