সেমিফাইনালের লড়াইয়ে আজ (বুধবার) ভারতের সামনে নিউজিল্যান্ড। মুম্বইয়ের ওয়াংখেড়েতে হবে এই ম্যাচ। ভারতীয় দল টানা নয় ম্যাচ জিতে শেষ চারে পৌঁছে গিয়েছে। টিম ইন্ডিয়ার সামনে তবুও নিউলিল্যান্ড। একটা বড় গাঁট। তাই তাদের বিরুদ্ধে নামার আগে অতীত মনে করতে নারাজ রোহিত শর্মারা।
কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?
ভারত বনাম নিউজিল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ বিনা পয়সাতেই উপভোগ করতে পারবেন ক্রিকেট ফ্যানরা। যদিও তার জন্য মোবাইলে থাকতে হবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ। টিভিতেও দেখা যাবে ম্যাচ। স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল লড়াই। ভারতীয় সময় দুপুর দেড়টায় হবে টস। দু'টোর সময় শুরু হবে ম্যাচ। ওয়াংখেড়ের উইকেটে বাউন্স থাকবে। ফলে কিছুটা হলেও বাড়তি সুবিধা পেতে পারেন কিউয়ি পেসাররা।
দলে পরিবর্তন হবে?
ভারতীয় দলে কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রায় নেই। মনে করা হয়েছিল টিম ইন্ডিয়া লিগ পর্বের শেষ ম্যাচে হয়ত নেদারল্যান্ডের বিরুদ্ধে দলে কোনও পরিবর্তন করবে। তবে তা হয়নি। একই দল নিয়েই গ্রুপের শেষ পর্বের ম্যাচও বেশ সহজে জিতে নিয়েছে। ফলে শেষ চারে কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
গ্রুপ পর্বের নয় ম্যাচে যে দাপট দেখিয়েছে টিম ইন্ডিয়া তাতে ভালো কিছু আশা করাই যায়। তবে রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের চিন্তা আইসিসি ইভেন্টে নক আউট পর্বে টিম ইন্ডিয়ার ব্যর্থতা। ভারতীয় দলের ক্যাপ্টেন বলেন, 'অতীতের ঘটনা শুধু আপনাদেরই মাথায় রয়েছে। আমি মনে করি না গত বিশ্বকাপে কী ঘাটেছে তা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন রয়েছে। ১৯৮৩ সালে যখন ভারত বিশ্বকাপ জিতেছিল, তখন আমরা জন্মাইনি। দলের অর্ধেকে ২০১১ বিশ্বকাপ জেতার আগে ক্রিকেট খেলেনি। আমি কখনও দেখিনি এই দলের কেউ অতীতের বিশ্বকাপ জেতা নিয়ে কথা বলছে। ফোকাস একটাই। আরও ভালো কী করে করতে পারি। আরও উন্নতি কী ভাবে সম্ভব। এটাই এই দলের মাধুর্য। প্রথম ম্য়াচ থেকেই আমাদের লক্ষ্য় ছিল ম্য়াচ ধরে ধরে খেলা ও জেতা।'
তবে বিশ্বকাপ জিততে যে কিছুটা হলেও ভাগ্যের সাহায্য দরকার তা মানছেন রোহিত। রোহিত বলেন, ‘সেমিফাইনালের মতো ম্যাচে একটু ভাগ্যের সাহায্য দরকার। আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলার চেষ্টা করব। আশা করি ভাগ্য সাহসীদের সঙ্গ দেবে।’