Advertisement

ICC World Cup 2023 India VS New Zealand: ফাইনালে উঠতে ভারতের কী স্ট্র্যাটেজি? নিউজিল্যান্ড বধে সম্ভাব্য একাদশ

বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে নামছে নিউজিল্যান্ড। মুম্বই-এর ওয়াংখেড়ের মাঠে ভারতীয় দলে কি কোনও পরিবর্তন হবে? কারণ বাংলাদেশ ম্যাচের পর আর দলে কোনও পরিবর্তন করেনি ভারতীয় দল। সেমিফাইনালে কী হবে? এই সেমিফাইনাল ম্যাচে সবার চোখ থাকবে বিরাট কোহলির দিকে। ওয়ানডে ক্রিকেটে সচিন তেন্ডুলকরের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেলেছেন কোহলি। সচিনের ঘরের মাঠে বিরাট তাঁকে ছাড়িয়ে যেতে চাইবেন। 

টিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • মুম্বই,
  • 15 Nov 2023,
  • अपडेटेड 10:53 AM IST

বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে নামছে নিউজিল্যান্ড। মুম্বই-এর ওয়াংখেড়ের মাঠে ভারতীয় দলে কি কোনও পরিবর্তন হবে? কারণ বাংলাদেশ ম্যাচের পর আর দলে কোনও পরিবর্তন করেনি ভারতীয় দল। সেমিফাইনালে কী হবে? এই সেমিফাইনাল ম্যাচে সবার চোখ থাকবে বিরাট কোহলির দিকে। ওয়ানডে ক্রিকেটে সচিন তেন্ডুলকরের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেলেছেন কোহলি। সচিনের ঘরের মাঠে বিরাট তাঁকে ছাড়িয়ে যেতে চাইবেন। 

ম্যাচে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অতিরিক্ত স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে খেলাবে কি না সেটাই দেখার বিষয় কারণ কিউই দলের ৮ ব্যাটারের মধ্যে পাঁচজনই বাঁহাতি ব্যাটসম্যান। অশ্বিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। শেষ ছয় ম্যাচে ভারতীয় দল খুব ভালো পারফর্ম করেছে। ফলে প্লেয়িং ইলেভেনে কোনো পরিবর্তন না হলে অবাক হওয়ার কিছু থাকবে না। টানা নয়টি ম্যাচ জিতে যাওয়া ভারতীয় দল এখন পর্যন্ত একটি পদক্ষেপও ভুল করেনি। 

তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং রোহিত শর্মারা দুর্দান্ত ফর্মে রয়েছেন। চলতি বিশ্বকাপে ৯ ম্যাচে ৫০৩ রান করে ফেলেছেন রোহিত। তাঁর গড় ৫৫.৮৮। ৯ ম্যাচ খেলে ৫৯৪ রান করে ফেলেছেন বিরাট। তাঁর গড় ৯৯। শুভমান গিল, কেএল রাহুল এবং শ্রেয়াস আইয়ার নেদারল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলেছেন। ভারতের পেস বোলারদের মধ্যে জসপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ মোট ৪৫ উইকেট নিয়েছেন। ভারত ও নিউজিল্যান্ড যখন শেষবার মুখোমুখি হয়েছিল, তখন মহম্মদ শামি পাঁচ উইকেট নিয়েছিলেন। স্পিনার কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা মাঝের ওভারে তাদের কাজটা ভালই করেছেন।

অন্যদিকে, নিউজিল্যান্ড দলও এই ম্যাচে কোনো রদবদল এড়াতে চাইবে। কেন উইলিয়ামসনের ফেরার কারণে এখন ওপেন করতে হচ্ছে রচিন রবীন্দ্রকে। এই ম্যাচে ড্যারেল মিচেলের ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে। ভারতের বিপক্ষে শেষ ম্যাচে কুলদীপ যাদবের বলে দারুণ  কিছু শট মেরেছিলেন মিচেল। চার নম্বরে ব্যাট করতে নেমে দারুণ পারফর্ম করেছেন মিচেল। কিউই দলে ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন এবং টিম সাউদির মতো বিপজ্জনক বোলারও রয়েছেন। তাদেরকে সামলাতে হবে ভারতীয় ব্যাটারদের।

Advertisement

ভারতের সম্ভাব্য প্লেয়িং ১১: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ।

নিউজিল্যান্ডের সম্ভাব্য প্লেয়িং ১১: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম (উইকেটরক্ষক), মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement