নিউজিল্যান্ডের বিরুদ্ধে রবিবার ধর্মশালায় কেলতে নামছে ভারতীয় দল। সেই দলে সুযোগ পেয়েছেন মহম্মদ শামি ও সূর্যকুমার যাদব। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামছেন দুই তারকা। দুই দলই পরপর চার ম্যাচ জিতে দারুণ জায়গায় রয়েছে। রান রেট বেশি থাকায় শীর্ষে রয়েছে গতবারের রানার্সরা।
কেন শামিকে নেওয়া হল?
অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার চোট বিপদে ফেলে দিয়েছিল ভারতীয় দলকে। শেষদিকে ব্যাট করতে এসে বড় শট খেলার ক্ষমতা রয়েছে হার্দিকের। তার চেয়েও বড় কথা হল, হার্দিক বল হাতে উইকেট তুলতে পারেন। সেটা ভারতীয় দলের জন্য দারুণ কার্যকরী। মিডয়াম পেসার হলেও শর্ট বলে ব্যাটারদের বিব্রত করতে পারেন হার্দিক। তিনি না থাকায় দলে এসেছেন মহম্মদ শামি। নতুন বলে জসপ্রীত বুমরার সঙ্গে শুরু করবেন সিরাজ। পরের দিকে বল করতে আসবেন শামি।
বিশ্বকাপে অভিষেক সূর্যকুমারের
বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামছেন সূর্যকুমার যাদব। ব্যাটিং-এ গভীরতা বাড়াতে সূর্যকে দলে নেওয়া হয়েছে। এবারের বিশ্বকাপে তো বটেই, পঞ্চাশ ওভারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামছেন স্কাই। শেশদিকে নেমে ফিনিশারের ভূমিকা পালন করাই হবে তাঁর কাজ। দল থেকে বাদ পড়েছেন শার্দূল ঠাকুর। তাঁর জায়গাতেই শিকে ছিঁড়েছে সূর্যকুমারের।
কেন তিন পেসারে খেলছে ভারত?
ধর্মশালার উইকেট পেসার ফ্রেন্ডলি। সেই কারণেই তিন পেসারকে নিয়ে আক্রমণ শানানোর সিদ্ধান্ত নিয়েছেন রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মারা। মাঠ ছোট হওয়ায় ও সাধারণভাবে ধর্মশালায় বল সেভাবে স্পিনার সহায়ক না হওয়ায় অশ্বিন সুযোগ পাননি।
ভারতীয় দলে কারা?
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব, মহম্মদ শামি।