শনিবার ভারত-পাকিস্তান ম্যাচের আগে ঘটে গেল অনঅভিপ্রেত এক ঘটনা। যার জেরে ভারতের সমর্থকদের নিয়ে লজ্জায় পড়তে হল বিসিসিআই-কে। টসের সময় ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল।
টসের সময় কী ঘটেছিল?
টসের সময় যখন বাবর আজম বলতে শুরু করেন তখনই গোটা স্টেডিয়াম জুড়ে 'বু বু' আওয়াজ শোনা যায়। ফলে কিছুটা সময়, চুপ করে থাকতে হয়ে পাকিস্তান অধিনায়ককে। এরজেরে মুখ পুড়েছে বিসিসিআই-এর। এর আগে পাকিস্তান সমর্থকদের ভিসা না দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। সেই টসের সময়ই ঘটে এই ঘটনা।
দলে এসেছেন শুভমন গিল
ভারতীয় দলে এলেন শুভমন গিল। ডেঙ্গি আক্রান্ত হওয়ার পর বিশ্কাবপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি গিল। তবে গতকালই গিলের খেলার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। উইকেটের সামনে গতকাল দাঁড়িয়ে কিছূটা সময়ও কাটিয়েছিলেন গিল। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে গিল প্রসঙ্গে রোহিত শর্মা জানিয়েছেন, 'গিল ৯০ শতাংশ সুস্থ হয়ে উঠেছে।' প্লেটলেট কমে যাওয়ায় চেন্নাইয়ের হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল গিলকে। তবে বৃহস্পতিবার আহমেদাবাদের নেটে ব্যাট করতে দেখা গিয়েছিল গিলকে সেই সময় থেকেই শোনা যাচ্ছিল, ভারতীয় দলে খেলতে পারেন গিল। আর সেটাই হল। তিনি দলে আসায় বাদ পড়তে হয়েছে ইশান কিশানকে।
দলে জায়গা পাননি অশ্বিন
ভারতীয় দল দুই স্পিনার নিয়েই আহমেদাবাদে খেলতে নেমেছে। দলে জায়গা পাননি অশ্বিন। শামি ও সিরাজের মধ্যে সিরাজকেই দলে নেওয়া হয়েছে। তবে গত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে সিরাজ অনেক রান খেয়েও উইকেট নিতে পারেননি। সেই কারণেই তাঁর জায়গায় শামির খেলার সম্ভাবনার কথা শোনা গিয়েছিল।
ভারতের দলে কারা
ভারতের প্লেয়িং ইলেভেন: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।