Advertisement

ICC World Cup 2023 India VS Pakistan: 'চাপে ভারতই', মহারণের আগে রোহিতদের হুঙ্কার পাক ক্রিকেটারের

আর মাত্র কয়েকঘন্টা পরেই ম্যাচ। শনিবার ভারতের বিরুদ্ধে মহারণে নামার আগে ফুটছেন পাক ক্রিকেটাররা। টিম ইন্ডিয়াকে ম্যাচের আগেই হুঙ্কার দিয়ে রাখলেন বাবর আজমরা। 

হাসান আলি ও রোহিত শর্মা
Aajtak Bangla
  • আহমেদাবাদ,
  • 13 Oct 2023,
  • अपडेटेड 8:05 PM IST

আর মাত্র কয়েকঘন্টা পরেই ম্যাচ। শনিবার ভারতের বিরুদ্ধে মহারণে নামার আগে ফুটছেন পাক ক্রিকেটাররা। টিম ইন্ডিয়াকে ম্যাচের আগেই হুঙ্কার দিয়ে রাখলেন বাবর আজমরা। 

বিশ্বকাপে ভাল ছন্দে রয়েছেন হাসান আলি। ভারতের বিরুদ্ধে ম্যাচ বলে বাড়তি চাপে ভুগছেন না তিনি। তাঁর দাবি, ঘরের মাঠে খেলা হওয়ায় চাপ থাকবে ভারতের উপরেই। এক সাক্ষাৎকারে হাসান বলেছেন, ‘ক্রীড়া বিশ্বে এটাই সেরা প্রতিদ্বন্দ্বিতা। অনেকেই এই ম্যাচটা নিয়ে কথা বলছেন। সারা বিশ্ব এই ম্যাচটার দিকে তাকিয়ে রয়েছে। আমাদের দলের সকলেই এই ম্যাচটা নিয়ে উত্তেজিত। এমন একটা মাঠে আমরা খেলব, যেখানে এক লক্ষের বেশি মানুষ খেলা দেখতে পারেন। এই ম্যাচটার দিকে আমরা সবাই তাকিয়ে রয়েছি।’

এক দিনের বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে একটাও ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। ০-৭ ব্যবধানে পিছিয়ে থাকলেও তা নিয়ে চিন্তা নেই হাসানের। বলেছেন, ‘রেকর্ড তৈরি হয় ভাঙার জন্যই। আমরাও এই ধারনাটা ভাঙার জন্য প্রস্তুত। এক দিনের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান জিততে পারে না, এই ধারনাটা বদলাতে হবে। আমাদের সামনে ভাল সুযোগ আছে। কারণ শনিবার চাপে থাকবে ভারতীয় দলই। কারণ ওদের ঘরের মাঠে খেলতে হবে। মাঠের সমর্থকদের প্রত্যাশাও থাকবে ওদের ঘিরে।’

তবে এমন ম্যাচে চাপ থাকবে না তা হয় নাকি? সেই চাপের কথা মেনে নিচ্ছেন হাসান। বলেন, ‘এই ধরনের বড় ম্যাচে কিছু চাপ তো থাকেই। তবে আমরা চেষ্টা করব শুরুর দিকেই ম্যাচে রাশ নিয়ে নেওয়ার। ম্যাচের প্রথম থেকে ভারতীয় দলকে চাপে রেখে জেতার চেষ্টা করব আমরা।’

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement