Advertisement

ICC World Cup 2023 India VS South Africa: রবিবার ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা মহারণ, পিচ দেখে খুশি সৌরভ?

রবিবার ইডেনে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে। ফলে সেয়ানে সেয়ানে টক্কর হবে তা বলেই দেওয়া যায়। তবে এই ম্যাচে উইকেট কেমন হবে তা নিয়ে চিন্তায় ছিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। সেই কারণে শুক্রবার কলকাতায় নামার পরেই ইডেনে ছুটে আসেন রোহিত শর্মাদের হেডস্যার। আর এবার ইডেনের উইকেট পরীক্ষা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ইডেনের পিচ দেখছেন সৌরভ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Nov 2023,
  • अपडेटेड 5:59 PM IST

রবিবার ইডেনে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে। ফলে সেয়ানে সেয়ানে টক্কর হবে তা বলেই দেওয়া যায়। তবে এই ম্যাচে উইকেট কেমন হবে তা নিয়ে চিন্তায় ছিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। সেই কারণে শুক্রবার কলকাতায় নামার পরেই ইডেনে ছুটে আসেন রোহিত শর্মাদের হেডস্যার। আর এবার ইডেনের উইকেট পরীক্ষা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

উইকেট পরীক্ষা করার পর, বেরিয়ে এসে আর মুখ খোলেননি বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি। তবে তাঁর মুখে তৃপ্তির হাসিটাই বলে দিচ্ছিল, উইকেট নিয়ে তিনি বেশ খুশি। রাহুল দ্রাবিড়ও উইকেট নিয়ে বেশ খুশি। এখন দেখার রবিবারের ম্যাচে উইকেট কেমন হয়। সাধারণভাবে ইডেনের উইকেটে বাউন্স থাকে। রবিবার কী হবে সেটাই এখন দেখার। শুক্রবারই কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মারা। শনিবার সন্ধ্যায় অনুশীলনে নামবে টিম ইন্ডিয়া। তার আগে উইকেট দেখে গেলেন সৌরভ।


বিমানবন্দরে নামার পর, প্রচুর সমর্থক বিরাট কোহলির নামে জয়ধ্বনি দিতে থাকেন। পরপর ম্যাচ জিতে যে ছন্দ ধরে রেখেছে টিম ইন্ডিয়া, তাতে ফ্যানরা যে উৎসাহিত হবেন সেটাই স্বাভাবিক। পাশাপাশি উৎসবের মরশুমে ক্রিকেটের মহোৎসব। তার মধ্যে দুই তারকা ব্যাটারের স্বপ্নের ফর্ম, বোলারদের আগুন ঝরানো গতি ফ্যানরা দারুণ উপভোগ করেছেন। চোখের সামনে বিরাটকে সেঞ্চুরি করতে দেখার আশায় তাঁরা। ঘরের ছেলে মহম্মদ শামির আবারও পাঁচ উইকেট নেওয়ার মুহূর্ত দেখতে মুখিয়ে সমর্থকরা। আবারও ম্যাজিক দেখতে চায় কলকাতার জনগন। 


টেম্বা বাভুমাদের বিরুদ্ধে ম্যাচের টিকিট নিয়ে চলছে নানা বিতর্ক। সিএবি-র সদস্যরাই টিকিট  পাননি বলে অভিযোগ। সিএবি-র সামনে চলছে বিক্ষোভও। টিকিটের কালোবাজারির অভিযোগে আটকও করা হয়েছে বেশ কয়েকজনকে। সবমিলিয়ে, রবিবারের লড়াই নিয়ে ফুটছে কলকাতা।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement