টানা ছয় ম্যাচ জিতে ভারতীয় দল দারুণ ছন্দে। এবার সেমিফাইনাল পাকা করতে শ্রীলঙ্কাকে হারিয়ে কাজটা সেরে ফেলতে চাইছে রোহিত বাহিনী। ওয়াংখেড়েতে নীল ঝড়। প্রচুর সমর্থক এই ম্যাচ দেখতে এসেছেন। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা তাদের প্লেয়িং-১১ এ একটি পরিবর্তন করেছে। যদিও ভারত কোনো পরিবর্তন করেনি।
আবার আউট
ফের উইকেট হারাল শ্রীলঙ্কা। চার উইকেট খুইয়ে ফেলল তারা। কোনও রান না দিয়ে একাই তিন উইকেট তুলে নিলেন সিরাজ।
পরপর উইকেট হারাচ্ছে শ্রীলঙ্কা
এশিয়া কাপের পুনরাবৃত্তি হবে? ৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম বলেই উইকেট পেয়ে গিয়েছিলেন বুমরা। এরপর এক ওভারে ২ উইকেট তুলে শ্রীলঙ্কার সমস্যা আরও বাড়িয়ে দিয়েছেন সিরাজ।
শ্রীলঙ্কার সামনে বড় লক্ষ্য
শ্রীলঙ্কার সামনে ৩৫৮ রানের লক্ষ্য রাখল ভারত।
শেষ ওভারে রান আউট শামি
ব্যাটে বল না লাগলেও দৌড়ে জাদেজাকে স্ট্রাইক দেওয়ার চেষ্টা করতে গিয়ে রান আউট হলেন শামি।
৬ উইকেট হারাল ভারত
৮২ রান করে আউট শ্রেয়াস আইয়ার। ৩৫০-র লক্ষ্যে বড় শট খেলতে গিয়ে আউট শ্রেয়াস।
৩০০ পেরল ভারত
উইকেট হারালেও দাপট বজায় রেখেছে টিম ইন্ডিয়া। দারুণ ব্যাটিং শ্রেয়াসের।
হাফ সেঞ্চুরি শ্রেয়াসের
৩৬ বলে হাফ সেঞ্চুরি শ্রেয়াসের, বড় রানের পথে টিম ইন্ডিয়া। ৫ উইকেটে ২৮৮ রান করে ফেলেছে ভারতীয় দল।
৫ উইকেট হারাল ভারত
আউট হলেন সূর্যকুমার যাদব। গ্লাভসে লেগে বল শনকার হাতে গেলেও আউট দেননি আম্পায়ার, রিভিউ নিয়ে উইকেট নিল শ্রীলঙ্কা।
আউট রাহুল
২১ রান করে আউট হলেন রাহুল। ৪ উইকেটে ২৫৬ রান ভারতের।
ভারতের রান এগিয়ে নিয়ে যাচ্ছেন রাহুল
বড় রানের পথে টিম ইন্ডিয়া। উইকেট চাইছে শ্রীলঙ্কা।
আউট হলেন বিরাটও
সেঞ্চুরি হাতছাড়া করলেন বিরাটও। ১৯৬ রানে ৩ উইকেট হারাল টিম ইন্ডিয়া।
৯২ রান করে আউট গিল
সেঞ্চুরি মিস গিলের। ১৯৩ রানে ২ উইকেট হারাল ভারতীয় দল।
হাফ সেঞ্চুরি গিলেরও
বিরাটের পর ৫০ করে ফেললেন গিল। দারুণ ছন্দে ভারতের ওপেনার।
হাফ সেঞ্চুরি করে ফেললেন বিরাট
৫০ করে ফেললেন বিরাট। ১০০ রানের পার্টনারশিপ করে ফেললেন বিরাট ও গিল।
১০ ওভার শেষ
১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৬০ রান ভারতের। ভাল ব্যাটিং করছেন বিরাট-গিল।
৫ ওভার শেষ
১ উইকেট হারিয়ে ২৫ রান ভারতের। উইকেটে রয়েছেন বিরাট কোহলি ও শুভমন গিল।
ধাক্কা সামাল দেওয়ার চেষ্টায় ভারত
দারুণ শুরু শ্রীলঙ্কার। মধুশঙ্কা ভয়ঙ্কর হয়ে উঠছেন। উইকেটে রয়েছেন বিরাট কোহলি ও শুভমন গিল।
আউট রোহিত
বোল্ড হলেন রোহিত। ওভারের দ্বিতীয় বলে ৪ রান করে আউট ভারত অধিনায়ক।
মাঠে ঢুকলেন সচিন
দুই দলের ক্রিকেটাররা ঢোকার আগে মাঠে ঢুকলেন সচিন তেন্ডুলকর। শুরু হবে জাতীয় সঙ্গীত।
ভারতীয় দলে কোনও পরিবর্তন নেই
ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ।
টসে জিতল শ্রীলঙ্কা
টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত শ্রীলঙ্কার।