শনিবার ইডেনে লিগের শেষ ম্যাচ খেলতে নামছে বাবর আজমের পাকিস্তান। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। এই ম্যাচে অসাধ্য সাধন করতে হবে পাকিস্তান দলকে। তা হলেই তারা পৌঁছতে পারবে সেমিফাইনালে। শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ডের বড় ব্যবধানে জয় কাজটা অনেকটাই কঠিন করে দিয়েছে পাক দলের।
কীভাবে শেষ চারে যেতে পারে পাকিস্তান?
শনিবার বাবর আজমদের টসে জিততে হবে। শুরুতে ব্যাট করতে না পারলে কাজটা প্রায় অসম্ভব হয়ে যাবে। পাকিস্তান আগে ব্যাট করলে অন্তত ২৮৭ রানে জিততে হবে। অর্থাৎ যা পরিস্থিতি তাতে ৩০০ রান করলেও হবে না। কারণ সেক্ষেত্রে মাত্র ১৩ রানে ইংল্যান্ডকে অলআউট করতে হবে। এবারের বিশ্বকাপে খারাপ খেললেও, ইংল্যান্ড ১৩ রানে অলআউট হবে এমনটা ভাবাও যায় না। ফলে আরও বড় রান করতে হবে পাকিস্তানকে। ক্যাপ্টেন বাবর আজম যদিও হারার আগে হারতে নারাজ। ওপেনার ফখর জামানের উপর নির্ভর করেই এই অসাধ্য সাধন করতে চান পাক ক্যাপ্টেন। পাকিস্তান আগে ব্যাট করে ৩৫০ রান তুললে ইংল্যান্ডকে বেঁধে রাখতে হবে মাত্র ৬৩ রানে।
৪০০ রান করলে কী হবে?
একদিনের ক্রিকেটে ৪০০ রান কোনও ব্যাপারই নয়। পাকিস্তান দল আগে ব্যাট করে ৪০০ রান করে ফেললে ইংল্যান্ডকে আটকে রাখতে হবে মাত্র ১১২ রানে। এই কাজটা কঠিন হলেও, অসম্ভব নয়। ভারতীয় দল কিন্তু শ্রীলঙ্কার পাশাপাশি দক্ষিণ আফ্রিকাকেও ১০০ রানের মধ্যেই অলআউট করেছে। যার মধ্যে দক্ষিণ আফ্রিকা ম্যাচটা ছিল ইডেনেই। তবে ইংল্যান্ডকে অল আউট করার আগে পাকিস্তানকে টসে যেমন জিততে হবে ঠিক তেমন ভাবেই ব্যাটারদের বড় রানও করতে হবে।
আগে ফিল্ডিং নিলে কী হবে?
পাকিস্তান দল আগে ফিল্ডিং নিলে অঙ্ক আরও কঠিন হবে। সেক্ষেত্রে ইংল্যান্ড ১০০ রান তুললে পাকিস্তানকে তা তাড়া করে ফেলতে হবে মাত্র ২.৫ ওভারের মধ্যে। যা অসম্ভব।