Advertisement

ICC World Cup 2023 Afghanistan VS Pakistan: পাকিস্তানের হারে আনন্দ ইরফানের, রশিদের সঙ্গে সে কী নাচ! VIRAL

পাকিস্তানের হার আলাদাই আনন্দ দেয় ভারতীয়দের। সোমবার আট উইকেটে আফগানিস্তানের কাছে হেরে যায় পাকিস্তান। আর সেই ম্যাচের পরেই আফগান ক্রিকেটারদের সঙ্গে নাচতে দেখা গেল ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। আর সেই ভিডিও ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।

রশিদ খানের সঙ্গে ইরফান পাঠানের নাচ
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 24 Oct 2023,
  • अपडेटेड 12:09 PM IST

পাকিস্তানের হার আলাদাই আনন্দ দেয় ভারতীয়দের। সোমবার আট উইকেটে আফগানিস্তানের কাছে হেরে যায় পাকিস্তান। আর সেই ম্যাচের পরেই আফগান ক্রিকেটারদের সঙ্গে নাচতে দেখা গেল ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। আর সেই ভিডিও ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।

চেন্নাইয়ে বিশ্বকাপে আফগানদের বিরুদ্ধে ম্যাচ খেলা নিয়ে সূচি তৈরির সময়ই আপত্তি জানিয়েছিল পাকিস্তান। এর কারণ, স্পিন সহায়ক পিচে আফগান বোলাররা আগুন ঝড়াতে পারেন। তবে সোমবার দেখা গেল শুধু আফগান স্পিনাররাই যে বেগ দিলেন তা নয়। পুরোপুরি টিম গেম খেলে বাবর আজমদের ৮ উইকেটের হারাল আফগানিস্তান। সব বিভাগেই বাজিমাত করেছে আফগানরা। বিশ্বকাপ তো বটেই, একদিনের ক্রিকেটে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ হারল পাকিস্তান। স্বাভাবিক ভাবেই দারুণ খুশি রশিদ খানরা। ম্যাচ জেতার পর, উৎসবে মেতে ওঠেন আফগান ক্রিকেটাররা। আর সেই সেলিব্রেশনে মেতে উঠলেন ইরফানও।

গর্বিত আফগান ক্রিকেটাররা ম্যাচ শেষে চিপকের মাঠ ঘুরে সমর্থকদের ভালোবাসার কৃতজ্ঞতা জানান। সেই সময়ই মাঠে ছিলেন ধারাভাষ্যকার তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। সেই সময় রশিদ খান তাঁর সামনে আসতেই হাত বাড়িয়ে দেন। রশিদের সঙ্গে নাচেন ইরফান। সোশ্যাল মিডিয়ায় রশিদ এবং আফগানিস্তান টিমকে স্মরণীয় জয়ের শুভেচ্ছাও জানান ভারতের প্রাক্তন ক্রিকেটার।  

টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাবর আজম। আব্দুল্লা শাফিক ৭৫ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। এরপর ক্যাপ্টেন বাবর আজমও দারুণ ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে ৭৪ রান। যদিও এদিন রান পাননি মহম্মদ রিজওয়ান। মাত্র ৮ রান করে ফিরতে হয় তাঁকে। সৌদ শাকিলও বড় রান করতে পারেননি। ৩৪ বলে ২৫ রান করে আউট হন তিনি। শেষদিকে শাহাদাব খান ও ইফতিকার আহমেদ দুইজনেই ৪০ রান করে করেন। ৭ উইকেট হারিয়ে ২৮২ রান করে পাকিস্তান। 

Advertisement

জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে আফগানিস্তান। প্রথম উইকেটেই ১৩০ রানের জুটি গড়ে তোলেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জার্দন। গুরবাজের ৫৩ বলে ৬৫ রানের ইনিংসে ছিল ৯টা চার ১টা ছক্কা। গুরবাজ আউট হওয়ার পরেও উইকেটে টিকে ছিলেন জার্দন। ১১৩ বলে ৮৭ রান করে আউট হন তিনি। অপরাজিত থাকেন রহমত শাহ। ৮৪ বলে ৭৭ রানের ইনিংস খেলে। অপরদিকে অপরাজিত থাকেন ক্যাপ্টেন হাসনাতুল্লাহও। মাত্র ৪৫ বল খেলে ৪৮ রান করেন তিনি।        
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement