বিশ্বকাপে পাকিস্তান দল একেবারেই ছন্দে নেই। তবে ইডেন গার্ডেনসে ফর্মে ফেরার ইঙ্গিত বাবর আজমদের দলের। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে প্রথম কয়েক ওভারে নায়ক যদি বলতে হয় তবে তা হল শাহিন শাহ আফ্রিদির বোলিং। শাহিন ইডেনে এসেই পুরনো ছন্দ ফিরে পেলেন। প্রথম দুই ওভারেই তুলে নিলেন ২ উইকেট।
ফর্মে ফিরলেন শাহিন
পাকিস্তান দলে শাহিনের কাজ হল বল নতুন থাকা অবস্থায় কিছু উইকেট তুলে নেওয়া। এই কাজটাই এবারের বিশ্বকাপে সেভাবে করতে পারেননি বাঁ হাতি পেসার। ভারতের বিরুদ্ধে হারের পরে সেই সমস্যাটা আরও বাড়ে। মঙ্গলবারের ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ওভারের পঞ্চম বলেই উইকেট তুলে নেন শাহিন। প্রথম চার বল অফ স্ট্যাম্পের বাইরে বল করার পর, পঞ্চম বল ভেতরের দিকে ধুকিয়ে দেন। তনজম তামিম বুঝতেই পারেননি। ফলে পাও নড়েনি। ভেতরের দিকে বল ঢুকে আসবে তা বুঝতে সময় লাগায় ব্যাটও সময়মত চালাতে পারেননি। লেগ বিফোর হন তিনি। রিভিউ নিয়েও লাভ হয়নি।
এখানেই শেষ নয়, ০ রানে ১ উইকেট হারানোর পর, যখন ধীরে ধীরে খেলায় ফেরার চেষ্টা করছে বাংলাদেশ সেই সময়েই ফের আঘাত হানেন শাহীন। পরের ওভার বল করতে এসে চতুর্থ বলে আউট হন নাজমুল হোসেন শান্ত। শর্ট স্কোয়ার লেগে দারুণ ক্যাচ নেন উসামা মির। ১৩৫ কিলোমিটার গতির বল ফ্লিক করে বিপদে পড়েন শান্ত।
প্রথম ১০ ওভারে বাংলাদেশ ইনিংসে ধস
এবারের বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার অন্যতম কারণ টপ অর্ডারের ব্যর্থতা। এদিনও তার ব্যতিক্রম হল না। শাহীনের পর উইকেট তুলে নেন হ্যারিস রাউফও। ষষ্ঠ ওভারের শেষ বলে হ্যারিস রাউফ আউট করেন মুশফিকুর রহিমকে। পরপর কিছু বল উপরের দিকে করায় রহিম শেষ বলে ড্রাইভ করার চিন্তায় ছিলেন। কিন্তু শেষ বলের লেংথে পরিবর্তন করেন হ্যারিস। কিছুটা শর্ট বল করায় বুঝতে পারেননি বাংলাদেশি ব্যাটার। ব্যাটের কানায় লেগে বল যায় মহম্মদ রিজওয়ানের হাতে। ১০ ওভারের শেষে ৩ উইকেটে ৩৭ রান করে বাংলাদেশ।