Advertisement

ICC World Cup 2023 India vs Pakistan: ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা ICC-র, ভারত VS পাকিস্তান কবে?

একদিনের ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গেল। ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে ১৫ অক্টোবর। সেই ম্যাচটি হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 27 Jun 2023,
  • अपडेटेड 12:57 PM IST
  • ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে ১৫ অক্টোবর
  • ম্যাচটি হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে

একদিনের ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গেল। ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে ১৫ অক্টোবর। সেই ম্যাচটি হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ৫ অক্টোবর শুরু বিশ্বকাপ। প্রথম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-নিউ জ়িল্যান্ড। ফাইনাল ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার পরবর্তী ম্যাচগুলি হবে যথাক্রমে ১১ অক্টোবর, ১৫ অক্টোবর, ১৯ অক্টোবর, ২২ অক্টোবর, ২৯ অক্টোবর, ২ নভেম্বর, ৫ নভেম্বর ও ১১ নভেম্বর।

বিশ্বকাপ চলাকালীন, ১০টি দল ৪৫টি ম্যাচ নিয়ে গঠিত রাউন্ড রবিন লিগে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে। প্রথম সেমিফাইনাল ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবং দ্বিতীয় সেমিফাইনাল ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে খেলা হবে। ভারত সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলে মুম্বইয়ে তাদের সেমিফাইনাল ম্যাচ খেলবে।

ভারত ওডিআই বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়ন এবং ২০০৩ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল, যেখানে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল। বিশ্বকাপে ভারত চারবার সেমিফাইনাল উঠেছে। এবার ঘরের মাঠে বিশ্বকাপের সময় আইসিসি ইভেন্টে তাদের খরা কাটানোর লক্ষ্য রাখবে ভারত। ২০১৩ সালে এমএস ধোনির নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকে ভারত কোনও শিরোপা জিততে ব্যর্থ হয়েছে। সর্বশেষ এই মাসের শুরুতে অস্ট্রেলিয়ার কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছেন রোহিত শর্মারা।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement