Advertisement

ICC World Cup 2023: ভারতের সুখবর! পাকিস্তান ম্যাচের আগে নেট প্র্যাক্টিসে নেমে পড়লেন গিল

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুশীলনে নামতে দেখা গেল ভারতীয় দলের ওপেনার শুভমন গিলকে। ডেঙ্গি আক্রান্ত হওয়ায়, গিলকে ব্যাট হাতে দেখা যায়নি। বিশ্বকাপ চলাকালীন প্রথমবার অনুশীলনে নামতে দেখা গেল তাঁকে। ভারতীয় দলও বৃহস্পতিবার দিল্লি থেকে আহমেদাবাদে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মারা। 

Gill crossed 1100 ODI runs for the calendar year with his knock vs Australia (Courtesy: AP)
Aajtak Bangla
  • আহমেদাবাদ,
  • 12 Oct 2023,
  • अपडेटेड 5:12 PM IST

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুশীলনে নামতে দেখা গেল ভারতীয় দলের ওপেনার শুভমন গিলকে। ডেঙ্গি আক্রান্ত হওয়ায়, গিলকে ব্যাট হাতে দেখা যায়নি। বিশ্বকাপ চলাকালীন প্রথমবার অনুশীলনে নামতে দেখা গেল তাঁকে। ভারতীয় দলও বৃহস্পতিবার দিল্লি থেকে আহমেদাবাদে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মারা। 

শনিবার ম্যাচ থাকলেও বুধবার দিল্লিতে আফগানিস্তানকে হারিয়ে  বৃহস্পতিবার আহমেদাবাদে পৌঁছে যাওয়া ভারতীয় দল অনুশীলনে নামবে না। তাই একাই নেটে দেখা গেল গিলকে। দিও ডেঙ্গি সারিয়ে শনিবারের ম্যাচেই যে তাঁকে দেখা যাবে তেমনটা মনে করার কোনও কারণ নেই। ডেঙ্গি হলে তা সারতে অনেকটাই সময় লাগে। এত কমদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে হাইভোল্টেজ ম্যাচে নেমে পড়া একেবারেই সহজ হবে না। ডেঙ্গির জেরে গিলকে চেন্নাইয়ের হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল। মনে করা হচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে মহারণে তাঁকে দেখা না গেলেও পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে শুভমন গিলকে খেলতে দেখা যেতে পারে।  

সে কারণেই অনুশীলন শুরু করে দিয়েছেন গিল। সূত্রের খবর, এদিন খুব বেশি সময় নেটে ছিলেন না গিল। বুধবার দুপুরেই আহমেদাবাদে পৌঁছে গিয়েছেন ওপেনার। আর তারপর আজকে তাঁর ব্যাট হাতে নামা স্বস্তি দিচ্ছে ভারতীয় দলের ফ্যানদের। বিশ্বকাপ অভিযান শুরুর আগে শুভমন গিলের ডেঙ্গির খবর চিন্তায় ফেলে দিয়েছিল ভারতীয় সমর্থকদের। চিন্তা আরও বেড়ে গিয়েছিল প্লেটলেট কমে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে সেই খবর আরও উদ্বেগ বাড়িয়েছিল। 

তবে গিল নেটে ব্যাট হাতে ফিরে আসার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়। অনেকেই বলতে থাকেন, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও দেখা যেতে পারে গিলকে। তবে ডেঙ্গি হলে শরীর খুবই দুর্বল হয়ে পড়ে। ফলে সেই অবস্থায় ৫০ ওভারের ম্যাচ খেলা বেশ সমস্যা হতে পারে। সেই কথা মাথায় রেখেই হয়ত পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে গিলকে খেলানোর ঝুঁকি নেবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement