Advertisement

ICC World Cup 2023 Virat Kohli Birthday: কাটা যাবে না কেক, থাকবে না মুখোশও; বিরাটের জন্মদিনে অনুষ্ঠান করতে পারছে না CAB

রবিবার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের দিন আবার বিরাট কোহলির জন্মদিন। ইডেনে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলতে নামছেন কিং কোহলি। তাই তাঁর জন্মদিনকে স্পেশাল করে তোলার পরিকল্পনা নিয়েছিল সিএবি। তবে সেই পরিকল্পনা এবার ভেস্তে যেতে পারে।

বিরাট কোহলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Nov 2023,
  • अपडेटेड 12:22 PM IST

রবিবার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের দিন আবার বিরাট কোহলির জন্মদিন। ইডেনে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলতে নামছেন কিং কোহলি। তাই তাঁর জন্মদিনকে স্পেশাল করে তোলার পরিকল্পনা নিয়েছিল সিএবি। তবে সেই পরিকল্পনা এবার ভেস্তে যেতে পারে।

কী কী পরিকল্পনা করা হয়েছিল?
বিরাটের জন্মদিন উপলক্ষে বড় কেক কাটার পরিকল্পনা করেছিল সিএবি। তবে তা হচ্ছে না। শুধু কেক এবং বিশেষ স্মারক দেওয়া যাবে বিরাটকে। তবে আলাদা করে কেক কাটার অনুষ্ঠান করা যাবে না। সিএবি চাইলে কেক এবং মেমেন্টো ড্রেসিংরুমে পাঠিয়ে দিতে পারবে। সিএবি পরিকল্পনা করেছিল আতশবাজির মাধ্যমে লেখা হবে হ্যাপি বার্থডে বিরাট। সেটা যদিও করা যাবে। দর্শকদের বিরাট কোহলির মুখোশ দেওয়ার পরিকল্পনাও ছিল। সেটাও বাতিল করা হয়েছে। দর্শকরা মুখোশ স্বার্থের সংঘাত হবে, সেই কারণে বাতিল করা হচ্ছে সেই পরিকল্পনাও। পাশাপাশি বিশ্বকাপের মাঝে কোনও এক ব্যক্তির জন্মদিন নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করার পক্ষে নয় বিসিসিআই। সবার প্রথমে পরিকল্পনা ছিল, প্রতিটি দর্শকের হাতে দেওয়া হবে কেক। তবে সেই পরিকল্পনা বাতিল করে পুলিশ। কারণ, হাতের কেক কোনও দর্শক মাঠে ছুড়ে দিলে সেখান থেকে বিতর্ক হতে পারে।

অনেক পরিকল্পনা করলেও বিরাটের জন্মদিনে বিশেষ কিছুই করতে পারছে না সিএবি। তবে রবিবার একদিকে যেমন ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ, ঠিক তেমনই কিং কোহলির জন্মদিন। ফলে ইডেন গার্ডেনসে বাড়ছে টিকিটের চাহিদা। আর একটাও টিকিট পড়ে নেই। 

এই ম্যাচ দেখতে কলকাতায় আসার কথাও রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সিএবি সূত্রের খবর অমিত শাহের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি মৌখিক সম্মতিও জানিয়ে দিয়েছেন। যদিও সিএবি বা বিসিসিআই কোনও পক্ষই সরকারিভাবে তাঁর আসার কথা জানায়নি। কলকাতার ক্রিকেটপ্রেমীরা কিন্তু বিরাটের সেঞ্চুরি দেখার আশায় র‍য়েছেন। এখন তাদের সেই আশা পূরন হয় কিনা সেটাই দেখার।     
   

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement