Advertisement

ICC World Cup 2023 Hardik Pandya Replacement: হার্দিক OUT, নিউজিল্যান্ড ম্যাচে পরিবর্তে কে আসতে পারেন?

বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। যার জেরে রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নেই হার্দিক পান্ডিয়া। সেই ম্যাচে বল করতে গিয়ে চোট পাওয়া হার্দিকের বিকল্প কে হবেন? তা নিয়ে সোশ্যাল মিডিয়া তো বটেই সর্বত্রই ভারতীয় ফ্যানদের মনে প্রশ্ন উঠছে শুরু হয়ে গিয়েছে তর্কও।

হার্দিক পান্ডিয়া
Aajtak Bangla
  • পুনে,
  • 20 Oct 2023,
  • अपडेटेड 11:35 AM IST

বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। যার জেরে রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নেই হার্দিক পান্ডিয়া। সেই ম্যাচে বল করতে গিয়ে চোট পাওয়া হার্দিকের বিকল্প কে হবেন? তা নিয়ে সোশ্যাল মিডিয়া তো বটেই সর্বত্রই ভারতীয় ফ্যানদের মনে প্রশ্ন উঠছে শুরু হয়ে গিয়েছে তর্কও।

কারা আসতে পারেন দলে?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে খেলতে দেখা যেতে পারে সূর্যকুমার যাদবকে। যদিও তাঁকে দিয়ে বল করানো যাবে না। তবে দলে বোলিং অলরাউন্ডার হিসেবে নিয়মিত খেলেছেন শার্দূল ঠাকুর। যদি সূর্যকুমার খেলেন তা হলে, ভারতীয় দলের বোলার কমে যাবে। সাধারণভাবে ছয় বোলারকে নিয়ে খেলতে চান রোহিত। তা হলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তা হবে না। সেক্ষেত্রে মোট পাঁচ বোলার নিয়েই নামতে হবে ভারতীয় দলকে। ফলে কোনও স্ট্রাইক বোলার মার খেলে সমস্যায় পড়তে হবে। যদিও ছয় নম্বরে নেমে রানের গতি বাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারেন সূর্য। সেই কারণেই তিনি খেলতে পারেন রবিবারের ম্যাচে।

দলে আসবেন অশ্বিন?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে চেন্নাইতে খেলেছিলেন অশ্বিন। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তাঁকে খেলানো হতে পারে। যদিও পুরোটাই নির্ভর করছে উইকেটের উপর। ধর্মশালার মাঠ ছোট। সেখানে বল স্পিন করার সম্ভাবনাও খুব বেশি নেই। দুই দলই ইতিমধ্যে তিনটি ম্যাচ জিতে দারুণ জায়গায় রয়েছে। ফলে এই অবস্থায় অশ্বিনকে দলে নাও রাখা হতে পারে। যদিও এই অলরাউন্ডার ব্যাট করতে পারেন। সঙ্গে স্পিন করতে পারায় কিছুটা সম্ভাবনা যে তৈরি হয়েছে তা বলাই যায়। তবে রবিবার শেষ অবধি কী হয় সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।           

বল করার পর লিটন দাসের স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে যান হার্দিক। সেই সময়ই পায়ের চোট লাগে। মাঠের মধ্যেই বেশ কিছুটা সময় চিকিৎসা চলে তাঁর। মাঠের বাইরে নিয়ে যেতে হয়নি। অষ্টম ওভারের তৃতীয় বল করার সময় চোট পান। যদিও এরপর শেষ তিন বল করতে গিয়েও সমস্যায় পড়েন হার্দিক। শেষ তিন বল করতে হয় বিরাট কোহলিকে। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement