Advertisement

Ind Vs Aus Perth Test day 1 Highlights: ব্যাটারদের ব্যর্থতা ঢাকলেন বুমরারা, পারথে কামব্যাক টিম ইন্ডিয়ার

Ind Vs Aus Perth Test day 1 Highlights: টস জিতে প্রথম ব্যাট করতে নেমে ভারতীয় দল মাত্র ১৫০ রানে আউট হয়ে যায়। এরপর বোলিংয়ে বুমরা  অ্যান্ড কোম্পানি অস্ট্রেলিয়া দলের ৭ টি উইকেট ফেলে দিয়েছেন মাত্র ৬৭ রানের মধ্যে। প্রথম দিনের খেলার শেষে ভারতীয় দল এখনও অস্ট্রেলিয়া দলের চেয়ে ৮৩ রানে এগিয়ে রয়েছে। কাল সকাল সকাল প্রতিরোধ গড়ে তুলতে না পারলে ভারতের লিড নেওয়া প্রায় একপ্রকার নিশ্চিত।

সকালের ব্যর্থতার রেশ উধাও, বুমরার দাপটে ফুরফুরে টিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • পারথ,
  • 22 Nov 2024,
  • अपडेटेड 6:22 PM IST

Ind Vs Aus Perth Test day 1 Highlights: অস্ট্রেলিয়া সফরের পারথের প্রথম টেস্টের আগে প্রথম দিন ভারতীয় ব্যাটিং ব্যর্থতার পর বুমরার নেতৃত্বে সিরাজ, রানার ত্রিফলায় ঝলসে গেল অস্ট্রেলিয়া। এই পারফরম্যান্সকে দুর্দান্ত কাম ব্যাক বলা হবে নাকি, ব্যাটারদের ব্যর্থতায় ক্ষতের প্রলেপ বলা যাবে তা নিয়ে দ্বিধায় বিশ্ব ক্রিকেট মহল। তবে ভারত যে অস্ট্রেলিয়া থেকে প্রথম দিনের শেষে এগিয়েই রয়েছে তা নিয়ে দ্বিমত নেই কারো

টস জিতে প্রথম ব্যাট করতে নেমে ভারতীয় দল মাত্র ১৫০ রানে আউট হয়ে যায়। এরপর বোলিংয়ে বুমরা  অ্যান্ড কোম্পানি অস্ট্রেলিয়া দলের ৭ টি উইকেট ফেলে দিয়েছেন মাত্র ৬৭ রানের মধ্যে। প্রথম দিনের খেলার শেষে ভারতীয় দল এখনও অস্ট্রেলিয়া দলের চেয়ে ৮৩ রানে এগিয়ে রয়েছে। কাল সকাল সকাল প্রতিরোধ গড়ে তুলতে না পারলে ভারতের লিড নেওয়া প্রায় একপ্রকার নিশ্চিত।
 

প্রথম দিনে ১৭টি উইকেট পড়া এবং মাত্র ২১৭ রান বোর্ডে ওঠা নিয়ে একেক জন একেক রকম মতামত দিচ্ছেন। কেউ কেউ দুদলের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করছেন। কেউ আবার বলছেন পিচ খেলার উপযোগী নয়। তবে প্রত্যেকেই একমত যে টেস্ট খেলার ধৈর্য হারিয়ে ফেলেছে প্রায় সব দলই তবে তাতে বুমরা, রানা, সিরাজদের কৃতিত্ব একটু কম করা যাবে না।

অস্ট্রেলিয়া দল মোটামুটি শীর্ষ সারির সমস্ত তারকা ব্যাটার প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। একমাত্র লড়ছেন উইকেটকিপার অ্যালেক্স কেরি দলের সর্বোচ্চ অপরাজিত ১৯ রান করে অপরাজিত রয়েছেন। অস্ট্রেলিয়াকে এখনও লড়াইয়ে রেখেছে তাঁর অনড় মনোভাব।

অস্ট্রেলিয়া ইনিংসের শুরুতেই ম্যাক্স উইনি ১৪ রান করে বুমরার বলে এল বি ডব্লিউ হয়ে যান। এরপর বুমরা একে একে ওসমান খোয়াজা, স্টিভ স্মিথের উইকেট তুলে নেন। এক সময় হ্যাটট্রিকের সামনেও দাঁড়িয়েছিলেন তিনি। যদিও ট্রাভিস হেড বুমরার ইয়র্কার ব্যাটে ছুঁইয়ে কোনও মতে বেঁচে যান। যদিও এদিন দাঁড়াতে পারেননি তিনি। এদিন ম্যাচে অভিষেককারী বোলার হর্ষিত রানার অফ কাটারে ভয়ংকর ট্রাভিস হেডের স্ট্যাম্প নড়ে যায়। তিনি এদিন ভারতীয়দের বেশি বেগ দিতে পারেননি। মাত্র ১১ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়ে তাঁকে। হেড যখন আউট হন, তখন অস্ট্রেলিয়া দল চার উইকেটে ৩১ রান সংগ্রহ করেছিল। ভারতীয় দলের তরফে অস্ট্রেলিয়া ইনিংসের ৪টি উইকেট নিয়েছেন বুমরা। ২ টি সিরাজ এবং একটি হর্ষিত রানা তুলে নেন আর কাউকে দিয়ে বলই করাতে হয়নি।

Advertisement

পারথে ভারতীয় দলের অধিনায়ক জাসপ্রিত বুমরা টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু ভারত এই সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণ করতে পারেনি। ভারতীয় দল মাত্র ১৫০ সনে আউট হয়ে যায়। ভারতের দুই অঙ্কের রান পেয়েছেন মাত্র তিনজন। আর তাতেই কোন মতে ১৫০ রানে পৌঁছায় ভারতীয় দল। যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাডিক্কাল, বিরাট কোহলি, রান পাননি। কে এল রাহুল এদিন দেখেশুনে খেলার চেষ্টা করলেও বিতর্কিত সিদ্ধান্তে তাঁকে আউট হয়ে ফিরতে হয়। নীতিশ রেড্ডি ৪৪,  ধ্রুব জুরেল ১১, রিশব পান্থ ৩৭ এবং কে এল রাহুল ২৬ রান করেছেন।

অস্ট্রেলিয়ার হয়ে জোস হ্যাজোলউড সর্বাধিক ৪টি উইকেট নেন। এদিন ভারতের হয়ে তিনজন অভিষেক করেছেন। দেবদত্ত পাডিক্কাল, হর্ষিত রানা এবং নীতিশ কুমার রেড্ডি। এদিন দলে রাখা হয়নি দুই তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement