Advertisement

IND vs PAK Blind T20 World Cup: বড় সিদ্ধান্ত! পাকিস্তানে এবার বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত ভারতের ব্লাইন্ড টিমও

IND vs PAK T20 World Cup: আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। আর তাই নিয়ে তুঙ্গে বিতর্ক। পাকিস্তান সফরে টিম পাঠানো হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ভারতীয় ব্লাইন্ড ক্রিকেট টিমও পাকিস্তানে যাচ্ছে না।

পাকিস্তানে ব্লাইন্ড ক্রিকেট টি টোয়েন্টিতে টিম পাঠাবে না ভারত।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Nov 2024,
  • अपडेटेड 7:32 PM IST

IND vs PAK T20 World Cup: আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। আর তাই নিয়ে তুঙ্গে বিতর্ক। পাকিস্তান সফরে টিম পাঠানো হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ভারতীয় ব্লাইন্ড ক্রিকেট টিমও পাকিস্তানে যাচ্ছে না।

এদিকে পুরো বিষয়টি নিয়ে বেশ অস্বস্তিতে পাকিস্তান। এমন পরিস্থিতিতে পাকিস্তান বলছে, কোনও একটি দল না এলে তার জন্য টুর্নামেন্টে কোনও প্রভাব পড়বে না। ভারত ছাড়াই  টুর্নামেন্ট হবে।

ব্লাইন্ড টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ 2024-এর আয়োজক পাকিস্তান। টুর্নামেন্ট আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে। ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। ক্রীড়া মন্ত্রক ভারতের ব্লাইন্ড ক্রিকেট টিমকে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছিল। কিন্তু...

স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রকের অনুমোদন মেলেনি

এমন সফরের ক্ষেত্রে শুধুমাত্র একটি অনুমোদনই যথেষ্ট নয়। কোন দেশে টিম খেলতে যাওয়ার আগে একগুচ্ছ অনুমোদন প্রয়োজন। এক্ষেত্রেও তাই। সরকারি অনুমোদনের অপেক্ষায় ছিল ব্লাইন্ড ক্রিকেট টিম।

স্বরাষ্ট্র মন্ত্রক ও বিদেশ মন্ত্রকের অনুমোদনের প্রয়োজন ছিল। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানে ব্লাইন্ড টিম পাঠানোরও অনুমতি দেয়নি ভারত সরকার।

ভারতকে ছাড়াই হবে ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (পিবিসিসি) জানিয়েছে, ভারতীয় দল ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। পিবিসিসি চেয়ারম্যান সৈয়দ সুলতান শাহ বলেছেন, পাকিস্তান ভারতীয় দলের জন্য ভিসা দিয়েছে। কিন্তু ভারত সরকার নিজেই তাদের দল পাঠাতে অস্বীকার করেছে।

তিনি বলেন, 'অন্য সব দলই আসছে ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে। একটি দল না এলে আমাদের প্রস্তুতিতে কোনও প্রভাব পড়বে না। ভারতকে ছাড়াই এবং পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ হবে।'

শেষ তিনটি বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল

ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়া (সিএবিআই)-এর সহকারী সচিব শেলেন্দ্র যাদব একদিন আগে আজতাককে বলেছিলেন, 'শেষবার আমরা 2014 সালে দ্বিপাক্ষিক সিরিজের জন্য পাকিস্তান সফর করেছিলাম। তবে, 2018 সালে সরকার পাকিস্তান সফরের অনুমোদন দেয়নি। এর পরে, টুর্নামেন্টটি 2023 সালে ভারত আয়োজিত হয়েছিল, যখন পাকিস্তান দল এখানে আসেনি।

Advertisement

এখনও অবধি ব্লাইন্ড টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের তিনটি সিজন হয়েছে এবং ভারতীয় দল তিনটিতেই চ্যাম্পিয়ন হয়েছে। 2012, 2017 এবং 2022 সালে হয়েছিল। গতবার 2022 -এর ফাইনালে বাংলাদেশকে 120 রানে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। ম্যাচটি হয়েছিল বেঙ্গালুরুতে। ২৭৭ রানের টার্গেট দিয়ে বাংলাদেশকে ১৫৭ রানে অল আউট করেছিল ভারতীয় দল।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement