Advertisement

ICC World Cup 2023 Schedule: বিশ্বকাপে ভারত VS পাকিস্তান ম্যাচের তারিখ বদল, সূচি পরিবর্তন ৯ ম্যাচের

India VS Pakistan: দেখা যাচ্ছে, ICC যে দিন ভারত বনাম পাকিস্তান ম্যাচের তারিখ রেখেছিল, সে দিন অর্থাত্‍ ১৫ অক্টোবর নবরাত্রির প্রথম দিন। গুজরাতজুড়ে বেশ ধুমধাম করেই পালিত হয় নবরাত্রি।

ভারত বনাম পাকিস্তান
Aajtak Bangla
  • মুম্বই,
  • 09 Aug 2023,
  • अपडेटेड 8:32 AM IST
  • ভারত ও পাকিস্তানের ম্যাচ কবে?
  • কোন কোন ম্যাচের সূচিতে বদল?
  • ১৫ অক্টোবর নবরাত্রির প্রথম দিন

বদলে গেল ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ICC Cricket World Cup 2023)-এর সূচি। নতুন সূচিতে ভারত-পাকিস্তান ম্যাচ সহ ৯টি ম্যাচের তারিখ বদল করা হয়েছে। বিশ্বকাপের ফাইনাল হবে ১৯ নভেম্বর।

ভারত ও পাকিস্তানের ম্যাচ কবে?

ICC-র নতুন সূচি অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে ১৪ অক্টোবর। আগের সূচিতে ১৫ অক্টোবর মুখোমুখি হওয়ার কথা ছিল দুই যুযুধান দেশের। এছাড়াও ৯টি ম্যাচের শিডিউল বদল করা হয়েছে। 

কোন কোন ম্যাচের সূচিতে বদল?

আইসিসি-র নতুন সূচি অনুযায়ী, ইংল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচ হবে ১০ অক্টোবর, সকাল সাড়ে ১০টায়। পাকিস্তান বনাম শ্রীলঙ্কা হবে ১০ অক্টোবর দুপুর ২টোয়। অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ হবে ১২ অক্টোবর দুপুর ২টোয়। নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচ হবে ১৩ অক্টোবর দুপুর ২টোয়। ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে ১৪ অক্টোবর দুপুর ২টোয়। ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ হবে ১৫ অক্টোবর দুপুর ২টোয়। অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচ হবে ১১ নভেম্বর সকাল সাড়ে ১০টায়। ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ হবে ১১ নভেম্বর দুপুর ২টোয়। ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ হবে ১২ নভেম্বর দুপুর ২টোয়। 

১৫ অক্টোবর নবরাত্রির প্রথম দিন

দেখা যাচ্ছে, ICC যে দিন ভারত বনাম পাকিস্তান ম্যাচের তারিখ রেখেছিল, সে দিন অর্থাত্‍ ১৫ অক্টোবর নবরাত্রির প্রথম দিন। গুজরাতজুড়ে বেশ ধুমধাম করেই পালিত হয় নবরাত্রি। তাই ICC-র কাছে বিসিসিআই আবেদন জানিয়েছিল, যদি ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ পরিবর্তনের বিষয়ে ভাবনাচিন্তা করা যায়।

বিপাকে পড়তে পারেন বহু ক্রিকেটভক্ত

ম্যাচের তারিখ বদলের জেরে বহু ক্রিকেটপ্রেমী বিপাকে পড়তে পারেন। কারণ ওই ম্যাচ দেখতে ইতিমধ্যেই ট্রেন, বিমানে বুকিং করেছেন অনেকে। আহমেদাবাদে হোটেল রুমের ভাড়াও অনেকটা বেড়ে গিয়েছে। হোটেল প্রায় মিলছেই না। পাকিস্তান থেকেও প্রচুর ক্রিকেট ভক্ত আসছেন। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement