Advertisement

India vs Australia 1st Test: বুম বুম বুমরা! দেড়শো করেও টিম ইন্ডিয়ার দুর্ধর্ষ কামব্যাক, পারথ টেস্ট ভারতের

পারথকে বলা হয় বিশ্বের সবচেয়ে ফাস্ট পিচের মধ্যে অন্যতম। সেখানে প্রথম ইনিংসে ১৫০ রানে অল আউট ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে হারের পর পারথ টেস্টেও হারের সামনে পড়তে হবে টিম ইন্ডিয়াকে এমনটাই ধরে নিয়েছিলেন প্রায় সকলেই। তবে প্রথম টেস্টের প্রথম দিনের শেষদিকে ক্যাপ্টেন জসপ্রীত বুমরা খেলা ঘোরান। এরপর আর পেছনের দিকে তাকাতে হয়নি ভারতকে। ২৯৫ রানে প্রথম টেস্ট জিতল তারা।

টিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • পারথ,
  • 25 Nov 2024,
  • अपडेटेड 1:37 PM IST

পারথকে বলা হয় বিশ্বের সবচেয়ে ফাস্ট পিচের মধ্যে অন্যতম। সেখানে প্রথম ইনিংসে ১৫০ রানে অল আউট ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে হারের পর পারথ টেস্টেও হারের সামনে পড়তে হবে টিম ইন্ডিয়াকে এমনটাই ধরে নিয়েছিলেন প্রায় সকলেই। তবে প্রথম টেস্টের প্রথম দিনের শেষদিকে ক্যাপ্টেন জসপ্রীত বুমরা খেলা ঘোরান। এরপর আর পেছনের দিকে তাকাতে হয়নি ভারতকে। ২৯৫ রানে প্রথম টেস্ট জিতল তারা।

দলে নেই ক্যাপ্টেন রোহিত শর্মা, খেলতে পারেননি শুভমান গিল। চোট সারিয়ে ফেরা হয়নি মহম্মদ শামির। তবুও অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ছাড়লেন বুমরা, সিরাজরা। সময়মতো যোগ দিলেন নীতিশ রেড্ডি ও হর্ষিত রানারা। প্রথম ইনিংসে ৪৬ রানে এগিয়ে যায় টিম ইন্ডিয়া। ১০৪ রানেই সমস্ত উইকেট হারিয়ে ম্যাচে পিছিয়ে পড়ে তারা। সেখান থেকে আর ফেরা হয়নি আয়োজকদের। রইল পারথ টেস্টে ভারতের জেতার পাঁচ কারণ- 

প্রথম ইনিংসেই ঘোরে ম্যাচ

প্রথম ইনিংসে ১০৪ রানে সব উইকেট হারায় অস্ট্রেলিয়া। সেখানে ৫ উইকেট ছিল ক্যাপ্টেনের। তিন উইকেট হর্ষিত রানা ও ২ উইকেট মহম্মদ সিরাজের। সবচেয়ে বেশি রান আসে স্টার্কের ব্যাট থেকে। ২৬ রান করেন তিনি। 

দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতা

৫৩৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ফের ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ১৭ রানে ৪ উইকেট হারায় তারা। দু'টি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং-এর মেরুদন্ড ভেঙে দেন বুমরা-সিরাজ জুটি। সেখান থেকে ট্রাভিস হেড ও মিশেল মার্শ কিছুটা চেষ্টা করলেও তা এই বড় রান তাড়া করার জন্য যথেষ্ট ছিল না। ৮৯ রান করে বুমরার বলে পান্তের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হেড। মার্শ আউট হন ৪৭ রান করে। তাঁকে প্লেড অন করেন নীতিশ। বাকি উইকেট নিতে বেগ পেতে হয়নি টিম ইন্ডিয়াকে। দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নিয়ে ক্যাপ্টেনের মতো পারফর্ম করলেন বুমরা। 

Advertisement

ভারতের ব্যাটিং-এ উন্নতি

প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২০১ রান অবধি কোনও উইকেট হারায়নি ভারতীয় দল। ১৬১ রানের ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল। অল্পের জন্য সেঞ্চুরি মিস করে কেএল রাহুল। ৭৭ রান করে আউট হন তিনি। দেবদত্ত পাডিক্কল ২৫ রানে আউট হলেও ১০০ করেন বিরাট কোহলি। যদিও দ্বিতীয় ইনিংসে দ্রুত রান করার লক্ষ্যে নেমে ব্যর্থ হয়েছেন ঋষভ পান্ত (১), ধ্রুভ জুরেল (১) ও ওয়াশিংটন সুন্দর (২৯)। বিরাটের সঙ্গে অপরাজিত ছিলেন নীতিশ রেড্ডি। তিনি করেন ২৯ রান। ছয় উইকেটে ৪৮৭ রান করে ইনিংস ডিক্লেয়ার করেম বুমরা।    

দুরন্ত বোলিং ভারতের

বুমরা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর এমনকি নিতীশ রেড্ডিও উইকেট পেয়েছেন। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও তিন উইকেট বুমরার। ৩ উইকেট নেন সিরাজও। দুই উইকেট ওয়াশিংটনের। টপ অর্ডার ভাঙার দায়িত্ব যখন দুই পেসার নেন, তখন অস্ট্রেলিয়ার লেজ শেষ করেন হর্ষিত ও নীতিশ। এই তালিকায় যোগ দেন ওয়াশিংটনও। 

পিচের চরিত্র বদল

পারথের যে পিচে প্রথম দিন ১৭টা উইকেট পড়েছিল, সেখানেই দাপট দেখিয়েছেন যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি।  তবে জয়সওয়ালের সঙ্গে রাহুলের ওপেনিং জুটিই ভারতীয় দলকে অনেকটা এগিয়ে দেয়। পিচের চরিত্র এভাবে বদলে যাবে তা বোধহয় বুঝতেই পারেননি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।     

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement