India vs Australia 1st Test Live: বিধ্বংসী বুমরার হাতে দারুণ প্রত্যাবর্তন ভারতের, ৭ উইকেটে ৬৭ রান অস্ট্রেলিয়ার

Aajtak Bangla | পারথ | 22 Nov 2024, 3:40 PM IST

India vs Australia Live Updates: শুক্রবার থেকে শুরু বর্ডার গাভাস্কার (Border Gavaskar Trophy) ট্রফি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ পারথে। ভারত বনাম অস্ট্রেলিয়ার এই পাঁচ ম্যাচের সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

দুর্দান্ত প্রত্যাবর্তন, একের পর এক উইকেট তুললেন ভারতীয় বোলাররা।

India vs Australia Live Updates: শুক্রবার থেকে শুরু বর্ডার গাভাস্কার (Border Gavaskar Trophy) ট্রফি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ পারথে। ভারত বনাম অস্ট্রেলিয়ার এই পাঁচ ম্যাচের সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই সিরিজের জয়ী দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি জায়গা করে নেবে। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক জসপ্রিত বুমরাহ। ভারতীয় দল গত দুই সফরে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়েছে। এবার হ্যাটট্রিকের সুযোগ আছে। এই ম্যাচে ভারতীয় দল থেকে নীতীশ কুমার রেড্ডি এবং হর্ষিত রানার টেস্ট অভিষেক হল। নাথান ম্যাকসুইনি অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক করলেন।

3:40 PM (a year ago)

প্রথম দিনের খেলা শেষ, ৭ উইকেটে ৬৭ রান অস্ট্রেলিয়ার

Posted by :- Soumick Majumdar

আজকের মতো খেলা শেষ! প্রথম দিনেই ১৭ টা উইকেট পড়তে দেখলেন ক্রিকেট ফ্যানরা। আর আজকের খেলার নায়ক যে বুমরাহ-ই, তাই নিয়ে কোনও সন্দেহ নেই। 

3:14 PM (a year ago)

৫৯ রানেই ৭ উইকেট ডাউন! মাঠে কাপাচ্ছেন ভারতীয় বোলাররা

Posted by :- Soumick Majumdar

অস্ট্রেলিয়ার আরও এক উইকেট খসল। বুমরার বল প্যাট কামিন্সের ব্যাটে লেগে সোজা চলে গেল উইকেটকিপারের হাতে। ৫৯ রানেই ৭ উইকেট ডাউন! মাঠে কাপাচ্ছেন ভারতীয় বোলাররা। 

2:56 PM (a year ago)

Labuschagne-ও ফিরলেন প্যাভিলিয়নে। স্কোর ৪৭-৬

Posted by :- Soumick Majumdar

ফাস্ট বলে ব্যাট চালাতে গিয়ে ভুল করলেন লাবুসেন। প্যাডে লেগে আউট! অস্ট্রেলিয়ার একমাত্র ভরসা Labuschagne-ও ফিরলেন প্যাভিলিয়নে। স্কোর ৪৭-৬

2:34 PM (a year ago)

মহম্মদ সিরাজের বল গিয়ে লাগল শন মার্শের ব্যাটের কোনায়

Posted by :- Soumick Majumdar

মহম্মদ সিরাজের বল গিয়ে লাগল শন মার্শের ব্যাটের কোনায়। স্লিপে সোজা ক্যাচ তুলে দিলেন মার্শ। ৩৮ রানে ৫ উইকেট তুলে দুরন্ত প্রত্যাবর্তন ভারতের।

2:28 PM (a year ago)

মহম্মদ সিরাজের বলে চাপে অস্ট্রেলিয়া স্কোর ৩৮-৪

Posted by :- Soumick Majumdar

১. সঠিক লেঙ্গথ।

২. অফ-স্টাম্পে লাইনে রাখা।

এই দুইয়ের মিশেলে অস্ট্রেলিয়াকে দাবিয়ে রেখেছেন মহম্মদ সিরাজ। স্কোর ৩৮-৪। 

2:02 PM (a year ago)

বোলিং ঝড়! অস্ট্রেলিয়ার ৪ নম্বর উইকেট তুলে নিলেন হর্ষিত রানা

Posted by :- Soumick Majumdar

উইকেট! অফ স্টাম্প উড়িয়ে দিলেন হর্ষিত রানা। ৪ উইকেট তুলে নিল ভারত। মাঠে নেমে শুরু থেকেই ঝড় তুললেন বোলাররা।

1:46 PM (a year ago)

অস্ট্রেলিয়াকে তৃতীয় ধাক্কা, টানা দুই বলে ২ উইকেট নিলেন বুমরাহ

Posted by :- Soumick Majumdar

পার্থের পিচ যে আসলে বোলারদের স্বর্গ, তা প্রমাণিত হল আরও একবার। বোলিংয়ে নেমেই কামাল করল ভারত। আর তাতে ব্যাটিং বিপর্যয় কিছুটা হলেও পুষিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। টানা ২ বলে ২ উইকেট তুলে নিলেন বুমরাহ।

12:28 PM (a year ago)

হর্ষিতও সাজঘরে ফিরলেন

Posted by :- sanjoy patra

পার্থে অলআউট হওয়ার কাছাকাছি ভারতীয় দল। অষ্টম উইকেটের পতন। পন্তের পরে প্যাভিলিয়নে ফিরলেন হর্ষিতও। ৭ রান করেন হর্ষিত। অস্ট্রেলিয়ার পেসার হেজ়লউডের বলে খোঁচা দিয়ে ফিরলেন তিনি।

11:52 AM (a year ago)

১০০ রান ছাড়াল ভারতের

Posted by :- sanjoy patra

টিম ইন্ডিয়ার স্কোর ১০০ ছাড়িয়েছে, ইনিংসের দায়িত্ব ঋষভ পন্ত ও নীতীশ রেড্ডির ওপরে। 

11:26 AM (a year ago)

আউট ওয়াশিংটন সুন্দর

Posted by :- sanjoy patra

পার্থ টেস্টে ভারতীয় দলের অবস্থা দুর্বল। মিচেল মার্শের বলে আউট ওয়াশিংটন সুন্দর (৪)। অস্ট্রেলিয়ার হয়ে জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও মিচেল মার্শ উইকেট নিয়েছেন। এখন নেমেছেন নীতিশ কুমার রেড্ডি। ঋষভ পন্ত উইকেটে রয়েছেন, যার কাছ থেকে ভারতীয় দলের অনেক প্রত্যাশা রয়েছে।

11:12 AM (a year ago)

৫ উইকেট হারিয়ে চাপে ভারত

Posted by :- Arindam

দিনের শুরুতেই অর্ধেক উইকেট ডাউন ভারতের। প্যাভিলিয়নে ফিরলেন ধ্রুব জুরেলও। ১১ রান করে ক্যাচ আউট হলেন। ১৭ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে ভারত। আপাতত ক্রিজে ঋষভ পন্ত ও ওয়াশিংটন সুন্দর।

9:50 AM (a year ago)

আউট রাহুল

Posted by :- sanjoy patra

পার্থ টেস্টে ২৬ রান করে আউট হন কেএল রাহুল। অ্যালেক্স ক্যারির হাতে মিচেল স্টার্কের বলে ক্যাচ আউট হন তিনি।

9:49 AM (a year ago)

আউট কেএল রাহুল

Posted by :- Arindam

আরও একটি উইকেট হারাল টিম ইন্ডিয়া। ২৬ রান করে আউট কেএল রাহুলও। ৪৭ রানের মধ্যে ৪ উইকেট হারাল ভারত। পারথ টেস্টে ক্রমশ চাপ বাড়ছে। 

9:12 AM (a year ago)

বিরাট কোহলি আউট

Posted by :- Arindam

পারথ টেস্টে প্রথম দিনেই করুণ অবস্থা ভারতীয় দলের। আবারও রান পেলেন না বিরাট কোহলি। ৫ রান করে আউট। ৩২ রানের মধ্যেই হারাল ৩ উইকেট।

8:45 AM (a year ago)

পাডিক্কলও শূন্য রানে আউট

Posted by :- sanjoy patra

জয়সওয়ালের পর, দেবদূত পাডিক্কলও শূন্য রানে আউট। ২৩ বলে খেলেও তিনি খাতা খুলতে পারেননি। প্রথম টেস্টের শুরুতেই চাপে ভারত। 

8:08 AM (a year ago)

খাতা না খুলেই আউট হলেন যশস্বী

Posted by :- sanjoy patra

পারথ টেস্ট: প্রথম ধাক্কা খেল ভারত, খাতা না খুলেই আউট হলেন যশস্বী।

7:53 AM (a year ago)

নাথান ম্যাকসুইনির অভিষেক

Posted by :- sanjoy patra

অস্ট্রেলিয়া (প্লেয়িং ইলেভেন): উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জশ হ্যাজেলউড।

7:47 AM (a year ago)

চোট পেয়েছেন শুভমন

Posted by :- sanjoy patra

অনুশীলনে হাতে চোট পেয়েছেন শুভমন গিল। তাই বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে তাঁকে দলে রাখা হয়নি। বিসিসিআই মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

7:31 AM (a year ago)

নীতীশ ও হর্ষিতের অভিষেক

Posted by :- sanjoy patra

পারথ টেস্টে ভারতীয় দল: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাডিক্কল, বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, নীতি রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, জসপ্রীত বুমরা (অধিনায়ক), মহম্মদ সিরাজ

7:23 AM (a year ago)

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত

Posted by :- sanjoy patra

পারথ টেস্ট শুরু। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। 

7:02 AM (a year ago)

টসই হল আসল বস

Posted by :- sanjoy patra

বিশেষ বিষয় হল অপটাস স্টেডিয়ামে এখনও পর্যন্ত খেলা টেস্ট ম্যাচের রেকর্ড বুক যখন খতিয়ে দেখা হয়, তখন দেখা যায় যে টসই এখানে আসল বস। অর্থাৎ যে দল টসে জিতে আগে ব্যাট করবে, তার জয় প্রায় নিশ্চিত।

6:58 AM (a year ago)

খেলা সকাল ৭টা ৫০ মিনিটে শুরু

Posted by :- sanjoy patra

ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচ ২২ থেকে ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রথম দিনের খেলা সকাল ৭টা ৫০ মিনিটে শুরু হবে।