নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে লজ্জাজনক হারের পর টিম ইন্ডিয়াকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। বিশেষ করে ব্যাটারদের সমালোচনার মুখে পড়তে হয়। টপ অর্ডারের ব্যাটাররা কেন পারফর্ম করতে পারছে না সেই প্রশ্ন তোলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে সেই ধারণা অনেকটা বদলে দিলেন কেএল রাহুল ও যশস্বী জয়শওয়াল।
এই পিচেই প্রথম দিন ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া মাত্র ১৫০ রানে অলআউট হয়ে যায়। সেখানে দ্বিতীয় ইনিংয়ে ব্যাট করতে নেমে কামাল দেখালেন দুই ওপেনার। দু'জনে হাফ সেঞ্চুরি করলেন। নিজের সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান পিছনে যশস্বী। সেখানে রাহুলের স্কোরবোর্ডে ৬২। দিনের শেষে কোনও উইকেট না খুইয়ে ১৭২ রান তুলেছে টিম ইন্ডিয়া। ভারতের এখন লিড ২১৮ রান।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রেকর্ডও গড়লেন যশস্বী ও রাহুল। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে সেঞ্চুরির পার্টনারশিপ করেছিলেন বীরেন্দ্র শেহওয়াগ ও আকাশ চোপড়া। সেবার ১২৩ রানের জুটি গড়েছিলেন তাঁরা।
প্রথম দিন এই সবুজ ঘাসে মোড়া থাকলেও দ্বিতীয় দিনেই চরিত্র বদলে যায়। খেলা শুরু হওয়ার পর থেকে সারাদিনে মাত্র ৩ উইকেট পড়ে। সবকটিই অজিদের। এত দ্রুত পিচের চরিত্র বদল হওয়া নিয়ে মশকরা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান মজা করে এক্স হ্যান্ডেলে লেখেন, 'এমনকী আমার স্ত্রীর মেজাজও তত দ্রুত বদলায় না যত দ্রুত এই পিচ বদলেছে।'
এর আগে ভারতের ১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১০৪ রানে অলআউট হয়ে যায়। ফলে ভারত ৪৬ রানের লিড পায়। সামগ্রিকভাবে, পারথের অপটাস স্টেডিয়াম প্রথম দুই দিন ফাস্ট বোলারদের জন্য স্বর্গ হিসেবে প্রমাণিত হয়েছে। কিন্তু, ভারতীয় ওপেনাররা যখন দ্বিতীয় দিনে ব্যাট করলেন, তখন মনে হয়নি যে পিচের মেজাজ প্রথম দিনের মতো ছিল। বরং অনেকটা ব্যাটিং সহায়ক পিচ বলেই মনে হয়েছে।