পারথ টেস্ট জেতার পর অ্যাডিলেড টেস্টে হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় দলকে। এবার ব্রিসবেনে লিড নেওয়াই লক্ষ্য প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার। আর ঘরের মাঠে সেই সুযোগ পেয়ে হাতছাড়া করতে নারাজ অজিরা। আর সেই কারণেই পেস সহায়ক উইকেটই বানাচ্ছে অস্ট্রেলিয়া।
ক্রিসমাসের আগে আর পরে গাব্বার চরিত্র দু’রকম। তথ্য দিয়েই তা বিচার করা যেতে পারে। গাব্বায় বড়দিনের আগে খেলা হয়েছে ৬১টা টেস্ট। মাত্র ৫টা টেস্ট হেরেছে অস্ট্রেলিয়া। আর বড়দিনের পরে গাব্বায় খেলা হয়েছে ৫টা টেস্ট। যার ৩টেতেই হেরেছে অস্ট্রেলিয়া। যার শুরুটা আবার ভারতের হাতে, ২০২০-২১ মরসুমের সিরিজে। ১৯৮৮ সাল থেকে এই মাঠে চলছে টেস্ট খেলা। ভারতই প্রথম অজ়িদের জয়রথ থামিয়ে দিয়েছিল। এই বছরের শুরুতে আবার এই ব্রিসবেনেই ৮ রানে রোমাঞ্চকর ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই গাব্বাতে কি এই কারণেই বড়দিনের আগেই ম্যাচ রেখেছে অস্ট্রেলিয়া?
গাব্বার পিচ কিউরেটর বলেছেন, 'মরসুমের বিভিন্ন সময়ে পিচের প্রকৃতি বিভিন্নরকম থাকে। মরশুমের শুরুর দিকে এই সময়টা অনেকটা নতুন থাকে পিচ। ফলে বাউন্স হয় এখানে ভীষণ। তবে জানুয়ারির সময়ে গিয়ে সেই পিচের গঠন প্রকৃতি বদলে যায়। অনেকটা পুরনো হয় যায় সেই সময় পিচ।' স্যান্ডুরস্কি আরও বলেন, ‘আমরা যেই ভাবে পিচ তৈরি করে থাকি ঠিক সেই ভাবেই তৈরি করছি। গাব্বা বরাবরই পেস এবং বাউন্সের জন্য পরিচিত, এবারও সেটাই হবে। আমরা প্রত্যেক বছর চিরাচরিত গাব্বার উইকেট তৈরি করার চেষ্টা করে থাকি।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বিচারে দু’দলের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সিরিজ। বর্তমানে WTC-র পয়েন্ট টেবিলে ২ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া এবং ৩ নম্বরে রয়েছে ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতে ১ নম্বরে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। ফলে বাড়তি চাপ রয়েছে ভারত-অস্ট্রেলিয়ার উপর। এরকম পরিস্থিতিতে ঘরের মাঠে খেলার পুরো ফায়দা তুলতে মরিয়া অজি শিবির।