শনিবার থেকে ব্রিসবেনের গাব্বাতে ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ শুরু হবে। ভারতীয় সময় অনুযায়ী, এই ম্যাচ শুরু হবে সকাল ৫.৫০ মিনিটে। অ্যাডিলেড টেস্টে হারের পর, ভারতীয় দলে (Team India) বদল আসতে পারে। জায়গা পেতে পারেন আকাশ দীপ (Akash Deep)।
প্লেয়িং-১১ রদবদল করবেন রোহিত শর্মা
গাব্বা টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দলের প্লেয়িং-১১-এর দিকে ক্রিকেট ভক্তদের নজর থাকবে। এই ম্যাচে ভারতের প্লেয়িং-১১-এ কিছু পরিবর্তন আনতে পারেন ক্যাপ্টেন রোহিত শর্মা। তবে ব্যাটিং ইউনিটে রদবদলের কোনো সম্ভাবনা নেই, বোলিং ইউনিটে পরিবর্তন আসতে পারে। প্লেয়িং-১১ থেকে বাদ পড়তে পারেন ফাস্ট বোলার হর্ষিত রানা। অ্যাডিলেড টেস্টে হর্ষিত রানা প্রচুর রান খেয়েছেন। হর্ষিত ১৬ ওভার বল করে ৫.৪০ ইকোনমি রেটে ৮৮ রান দিয়েছেন।
রানার জায়গায় আকাশ দীপ?
হর্ষিত রানার জায়গায় ডানহাতি ফাস্ট বোলার আকাশ দীপ মাঠে নামছেন। আরেক ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণা দলে থাকলেও আকাশ দীপকে গুরুত্ব দেওয়া যেতে পারে। আকাশ দীপ এখন পর্যন্ত ভারতের হয়ে ৫টি টেস্ট ম্যাচ খেলে ১০টি উইকেট নিয়েছেন। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের আর্জিতেই, হর্ষিত রানাকে বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য ভারতীয় দলে নির্বাচিত করা হয়েছিল। অস্ট্রেলিয়া যাওয়ার আগেও হর্ষিত রানার প্রশংসা করেছিলেন গম্ভীর।
অন্যদিকে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে চলছে নানা জল্পনা। তবে, ব্রিসবেন টেস্টে অশ্বিনকে বাদ দেওয়া ঠিক হবে না এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। অ্যাডিলেড টেস্টে অশ্বিন ৫৩ রানে এক উইকেট নিয়েছিলেন। ব্যাটিং-এও খুব বেশি প্রভাব ফেলতে পারেননি তিনি। অ্যাডিলেড টেস্টে প্রথম ইনিংসে ২২ এবং ৭ রান করেছিলেন অশ্বিন। প্লেয়িং-১১ থেকে অশ্বিনকে সরিয়ে দেওয়া হলে সুযোগ পেতে পারেন রবীন্দ্র জাদেজা বা ওয়াশিংটন সুন্দর।
ব্রিসবেন টেস্টে ভারতীয় দলের সম্ভাব্য প্লেয়িং-১১: যশস্বী জয়সও য়াল, কেএল রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা/ রবিচন্দ্রন অশ্বিন/ ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, জাসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
ব্রিসবেন টেস্টের জন্য অস্ট্রেলিয়ার সম্ভাব্য প্লেয়িং-১১: উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যান্ডিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট হ্যাজলউড