চতুর্থ টেস্টে ভারতীয় দলে দুই বদল। অস্ট্রেলিয়া দলওে বদল এসেছে। টসে হেরে ফিল্ডিং করছে ভারতীয় দল। অস্ট্রেলিয়া দলে অভিষেক করা ১৯ বছরের কনস্টাস দারুণ ছন্দে।
প্রথম দিনের শেষে দারুণ সাফল্য আকাশদীপের। নতুন বলে অজি উইকেটকিপার ব্যাটারকে কট বিহাইন্ড করলেন বাংলার বোলার। ২৯৯ রানে ৬ উইকেট অস্ট্রেলিয়ার।
পরপর উইকেট হারাল অস্ট্রেলিয়া। ৪ রান করে আউট মার্শ। বড় শট খেলতে গিয়ে বল ব্যাটের কানা ছুঁইয়ে চলে গেল পান্তের হাতে। ২৪৬ রানে ৫ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
দারুণ বোলিং বুমরার। ০ রানেই আউট ট্রাভিস হেড। বুমরার বল ভেতরে ঢুকতে পারে তা বুঝতেই পারেননি হেড। ছেড়ে দিয়েছিলেন, আর সেই বলে স্ট্যাম্প ভেঙে গেল হেডের। ২৪০ রানে ৪ উইকেট হারাল অস্ট্রেলিয়ার।
উইকেট নিলেন ওয়াশিংটন সুন্দর। আউট লাবুশেন। ৩ উইকেটে ২৩৭ রান অস্ট্রেলিয়ার।
২ উইকেটে ১৯০ রান অস্ট্রেলিয়ার। ১১৪ বল খেলে হাফ সেঞ্চুরি করে ফেললেন লাবুশেন। দারুণ ব্যাটিং অস্ট্রেলিয়ার।
লাবুশেনের সঙ্গে এবার জুটি গড়ে তুলছেন খজা। চালকের আসনে অস্ট্রেলিয়া। ১ উইকেট হারালেও ১৩৮ রান করে ফেলেছে অজিরা।
৬০ রান করে লেগ বিফোর কনস্টাস, ১ উইকেটে ৮৯ রান অস্ট্রেলিয়ার। উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা।
ভারতীয় বোলারদের দিশেহারা দেখাচ্ছে কনস্টাসের ব্যাটের সামনে। মেলবোর্নে কনস্টাসের শাসন। পেরলেন হাফ সেঞ্চুরিও।
দারুণ ছন্দে কনস্টাস। চার-ছক্কায় মাতিয়ে রেখেছেন অভিষেক করা এই ক্রিকেটার।
টসে জিতে ভারতীয় দলকে ফিল্ডিং করতে পাঠাল অস্ট্রেলিয়া।
এই ম্যাচে ভারতের প্লেয়িং ১১-এ সুযোগ পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। বাদ পড়লেন শুভমান গিল। যেখানে টপ অর্ডারে ব্যাট করবেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়া দলের কথা বলতে গেলে, এই ম্যাচে চোটের কবলে পড়া জশ হ্যাজেলউডের জায়গায় ফিরেছেন স্কট বোল্যান্ড। এমসিজি বোল্যান্ডের হোম গ্রাউন্ড। এই ম্যাচে নাথান ম্যাকসুইনির জায়গায় ওপেন করছেন স্যাম কনস্টাস।