Advertisement

Mohammed Siraj Travis Head Penalised: হেডের সঙ্গে ঝামেলায় ধাক্কা খেলেন সিরাজ, শাস্তি দিল ICC

গত ২৪ মাসের মধ্যে সিরাজ ও হেডের এটাই প্রথম অপরাধ। তাই কাউকে নিষিদ্ধ করা হয়নি। ফলে ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা ব্রিসবেন টেস্টে দু'জনেই খেলতে পারবেন। 

মহম্মদ সিরাজ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Dec 2024,
  • अपडेटेड 7:52 PM IST
  • হেডের সঙ্গে অঙ্গিভঙ্গি করে বিতণ্ডা।
  • জরিমানা করল আইসিসি।

অ্যাডিলেডে টেস্ট ম্যাচে ট্র্যাভিস হেডের সঙ্গে বিতণ্ডা। বড় ধাক্কা খেলেন মহম্মদ সিরাজ। তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করল আইসিসি। মোটা টাকা জরিমানা দিতে হবে ভারতীয় পেসারকে। অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে ১০ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। সিরিজ এখন ১-১। 

ম্যাচে ট্র্যাভিস হেডের সঙ্গে ঝামেলার কারণে শাস্তি পেয়েছেন সিরাজ।  তাঁর ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। হেডের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে সিরাজ ও হেড দুজনকেই ১-১ ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। আইসিসি জানিয়েছে,'সিরাজ ও হেডকে ১-১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। গত ২৪ মাসে এটা তাঁদের প্রথম অপরাধ।'

গত ২৪ মাসের মধ্যে সিরাজ ও হেডের এটাই প্রথম অপরাধ। তাই কাউকে নিষিদ্ধ করা হয়নি। ফলে ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা ব্রিসবেন টেস্টে দু'জনেই খেলতে পারবেন। 

ম্যাচ চলাকালীন দু'জনের মধ্যে বাকবিতণ্ডা ইতিমধ্যেই সংবাদ শিরোনামে। অ্যাডিলেড টেস্টে হেডকে আউট করার পর সিরাজ অঙ্গভঙ্গি করে প্যাভিলিয়নে ফেরার কথা বলেন। হেডকেও পাল্টা দেন। পরে অস্ট্রেলীয় ব্যাটার জানান, ভালো বল বলেছিলেন তিনি। সিরাজের দাবি, এটা মিথ্যা। অন্য কিছু বলেছিলেন হেড।

আইসিসি-র আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে সিরাজকে। এই ধারায় ক্রিকেটার বা সাপোর্ট স্টাফদের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আচরণবিধি ২.১৩ ধারা লঙ্ঘনের জন্য হেডকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ক্রিকেটার বা সাপোর্ট স্টাফদের বিরুদ্ধে খারাপ আচরণের জন্য ব্যবস্থা নেওয়া হয় এই ধারায়। 

ম্যাচ রেফারি রঞ্জন মদুগালের সামনে অভিযোগ স্বীকার করেছেন সিরাজ ও হেড। এই কারণে শুনানির প্রয়োজন হয়নি। এমন পরিস্থিতিতে আইসিসি দু'জনকেই দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছে।

সম্প্রচারকারী সংস্থার কাছে সিরাজ দাবি করেন,'আমি বোলিং উপভোগ করছিলাম। খুব ভালো যুদ্ধ চলছিল। একটা ভালো বলেও যখন একটা ছক্কা মারা হয়, তখন একটা আলাদা আবেগ আসে ভেতর থেকে। ওঁকে বোল্ড করার পর আমি শুধু উদযাপন করেছি। আমি নিজে থেকে কিছুই বলিনি। আর ও যে বলছে, ভালো বল করেছি, তেমনটা হয়নি। ও মিথ্যা বলছে'।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement