Advertisement

India vs Australia Virat Kohli: 'ও আরেকটা সেঞ্চুরি করবে,' বিরাট নিয়ে ভবিষ্যদ্বাণী সৌরভের, পরামর্শও দিলেন 'দাদা'

অস্ট্রেলিয়া (India vs Australia) সফরে খুব ভাল ছন্দে নেই বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেও, বারাবার অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেট দিয়ে আসছেন ভারতের তারকা ব্যাটার। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার সকলেই এ ব্যাপারে মুখ খুলেছেন। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) যদিও বিরাটের পাশেই দাঁড়াচ্ছেন। মনে করেন, বিরাট এই সফরে আরও একটা সেঞ্চুরি করবেন।

Aajtak Bangla
  • ব্রিসবেন,
  • 18 Dec 2024,
  • अपडेटेड 10:02 AM IST

অস্ট্রেলিয়া (India vs Australia) সফরে খুব ভাল ছন্দে নেই বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেও, বারাবার অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেট দিয়ে আসছেন ভারতের তারকা ব্যাটার। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার সকলেই এ ব্যাপারে মুখ খুলেছেন। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) যদিও বিরাটের পাশেই দাঁড়াচ্ছেন। মনে করেন, বিরাট এই সফরে আরও একটা সেঞ্চুরি করবেন।

মঙ্গলবার ইডেন গার্ডেন্সে ঝুলন গোস্বামীর নামে স্ট্যান্ড উদ্বোধনের অনুষ্ঠানে এসে সৌরভ বলেন, 'বিরাট কোহলি আউট হচ্ছেন। ওকে অফ স্ট্যাম্পের বাইরের বল ছেড়ে দিতে হবে। আরও কিছুটা ধৈর্য ধরতে হবে। কারণ অস্ট্রেলিয়ান বোলাররা অফ স্ট্যাম্পের বাইরেই বল করে যাবে।' তবে সৌরভ মনে করেন ধারাবাহিকতা দেখাতে পারবেন বিরাট। সৌরভ বলেন, 'আমি নিশ্চিত যে সে রান করবে। সে প্রথম টেস্টে একটি সেঞ্চুরি করেছে এবং সিরিজ শেষ হওয়ার আগেই সে আরও একটি সেঞ্চুরি করবে।'

ভারতীয় দল কি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে যেতে পারবে? শেষ দুইবার ফাইনাল খেললেও ট্রফি জেতা হয়নি ভারতীয় দলের (Team India)। এ ব্যাপারেও মুখ খুলেছেন সৌরভ। তবে তিনি এখনই ভবিষ্যত বাণী করতে নারাজ। তিনি বলেন, 'দেখা যাক। আমি আশাবাদী যে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। কিন্তু আমি ভবিষ্যদ্বাণী করব না কারণ আমি এখনও স্কোর এবং পয়েন্ট টেবিল দেখিনি। দেখা যাক কী হয়।'

তবে রোহিত শর্মার ছয় নম্বরে নামার সিদ্ধান্ত একেবারেই সমর্থন করতে পারছেন না সৌরভ। তাঁর মতে, টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের উচিত ওপেন করতে নামা। সৌরভ বলেন, 'আমি জানি না কেন রোহিত শর্মা ওপেন করছে না। অনেক সময় এমন হচ্ছে যে ৬ নম্বরে নেমেও নতুন বলই খেলতে হচ্ছে। আবার অনেকক্ষেত্রে দ্বিতীয় নতুন বল খেলতে হয়।' 

Advertisement

কেএল রাহুলকে জায়গা দেওয়ার জন্যই ছয় নম্বরে নামছেন রোহিত শর্মা। সৌরভ মনে করেন, 'কেএল রাহুলের জন্য ওপেনিং ছেড়ে দেওয়া রোহিতের নিজের সিদ্ধান্ত। কেএল রাহুল ফর্মে আছে। তবে আমি নিশ্চিত যে সে ৩ নম্বরেও ব্যাট করতে পারে, কিন্তু এটা একেবারেই রোহিতের সিদ্ধান্ত।' 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement