Surya Kumar Yadav Century: মাথায় ছিল পাহাড়-প্রমাণ চাপ। দ্বিতীয় টি-টোয়েন্টি হেরে গিয়েছিল ভারত। এখন প্রথম টি২০ যেহেতু বৃষ্টিতে ধুয়ে যায়, ফলে তৃতীয় টি-টোয়েন্টিতে ভালো কিছু করার শেষ সুযোগ ছিল ভারতের কাছে। কারণ সিরিজ কার্যত দুই ম্যাচের হয়ে দাঁড়িয়েছিল। এই পরিস্থিতিতে তৃতীয় টি২০তেও টস জিতে ফের দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম ভারতকে ব্যাট করতে পাঠায়।
আগের ম্যাচের মত এই ম্যাচেও দ্রুত দুটি উইকেট হারিয়ে ফেলে ভারত। শুভমান গিল ভালো শুরু করেও আম্পায়ারের ভুল ডিসিশনে ফিরতে হয়েছে তাকে। যদিও রিভিউ নেওয়ার সুযোগ থাকলেও বুঝতে না পেরে রিভিউ না নিয়েই প্যাভিলিয়নে ফিরে যান। যে আক্ষেপ তাঁকে তাড়িয়ে বেড়াবে নিশ্চিত। তারপরে ব্যাট করতে নেমে প্রথম বলেই এক্সট্রা কভারে ক্যাচ দিয়ে বসেন গত ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান তিলক বর্মাও। ফের আরেকটি উইকেট মানে ফের হারের হাতছানি। এই পরিস্থিতিতে ব্যাট করতে নামেন অধিনায়ক সূর্য কুমার যাদব।
সঙ্গে অন্যদিকে অবশ্য তখন আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছিলেন আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল। এদিন সূর্যের কাজ অবশ্য প্রাথমিকভাবে কিছুটা হালকা করে দেন যশস্বী। তিনি একদিক থেকে আক্রমণাত্মক থাকায় সূর্য থিতু হতে সময় পেয়ে যান। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খেলে ৪০ বলে ৬০ রান করে ফিরে গেলেও ততক্ষণে মোমেন্টাম পেয়ে গিয়েছেন সূর্য। এরপর আর তাঁকে রোখা যায়নি। থামলেন শেষে সেঞ্চুরি করে। ১০০ রান করে শেষ ওভারে ছয় মারতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ধরা পড়েন।
এখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচ ভারত ভালো জায়গায় দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছে। এখন বোলারদের ওপর নির্ভর করবে ভারত ম্যাচ জিততে পারবে কিনা। তবে ভারত জিতুক কিংবা হারুক সূর্যের এই অবিস্মরণীয় ইনিংস দক্ষিণ আফ্রিকার বোলাররা বহুদিন দুঃস্বপ্নে দেখবেন এটা নিশ্চিত করেই বলা যায়। ধীরে সুস্থে নেটে ব্যাটিং করার মত মাঠের সর্বত্র বোলারকে তুলে ফেলেছেন সূর্য। এমনকী তার অপছন্দের শট যা তিনি সাধারণত খুব বেশি খেলেন না, সেই স্কোয়ার কাটও মেরেছেন একাধিক। ড্রাইভ, কাট, পুল কোনও শটই তিনি এদিন তুলে রাখেননি।
তৃতীয় টি২০ ম্যাচে ভারতীয় একাদশ
যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেট কিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মুকেশ কুমার, মহম্মদ সিরাজ।