IPL-এ হঠাত্ তাঁকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে দেয় মুম্বই ইন্ডিয়ান্স (MI)। এই নিয়ে বিতর্কের মাঝেই আজ অর্থাত্ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মার (Rohit Sharma) জবাবে খানিকটা আবেগের ছোঁয়া মিলল। রোহিতের কথায়, 'এটাও জীবনের অঙ্গ।'
'আমি এর আগেও একাধিক ক্যাপ্টেনের অধীনে খেলেছি'
এদিন BCCI-এর প্রধান নির্বাচক অজিত আগরকারের সঙ্গে প্রেস কনফারেন্সে রোহিতকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হয়। রোহিত বলেন, 'এটা জীবনের অঙ্গ। আমি এর আগেও একাধিক ক্যাপ্টেনের অধীনে খেলেছি। আমি অধিনায়ক ছিলাম। পরে আবার অধিনায়ক ছিলাম না। এখন আবার অধিনায়ক। এটা জীবনের অঙ্গ। সব কিছু নিজের মতো চলে না। আমি সর্বদা চেষ্টা করি, একজন প্লেয়ার হিসেবে নিজের সেরাটা দিতে। এবং গত একমাসেও সেটাই করেছি।'
রোহিতের প্রশংসা করে অজিত আগরকার বলেন, 'রোহিত দুর্দান্ত ক্যাপ্টেন। একদিনের বিশ্বকাপ ও T20 বিশ্বকাপের মধ্যে ৬ মাসের ব্যবধানে আমরা কিছু সিদ্ধান্ত নিতেই হয়েছে। আমি জানি, হার্দিক কিছু সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু রোহিত দুর্দান্ত অধিনায়ক।'
কেএল রাহুলকে কেন দলে নেওয়া হয়নি?
সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয় কেন তিনি বিশ্বকাপ দলে জায়গা পাননি? এ বিষয়ে আগরকার বলেন, 'কেএল একজন দুর্দান্ত প্লেয়ার। আমরা মিডল অর্ডারে ব্যাট করা খেলোয়াড়দের বিবেচনা করছি। টপ অর্ডারে ব্যাট করছেন কেএল। যেখানে ঋষভ পন্ত খেলছেন ৫ নম্বরে। সঞ্জু স্যামসনেরও খেলার ক্ষমতা আছে।'
প্লেয়িং-১১ এ খেলা শিবমের জন্য কঠিন
অলরাউন্ডার শিবম দুবে সম্পর্কে রোহিত বলেন, আমাদের টপ অর্ডার ভাল পারফর্ম করছে, এটা খারাপ নয়। আমরা চাই একজন খেলোয়াড় মিডল ওভারে সেই ভূমিকা পালন করুক এবং স্বাধীনভাবে খেলুক। আইপিএল-এ তার পারফরম্যান্সের ভিত্তিতে আমরা দুবেকে বেছে নিয়েছি। আমরা এটা নিয়ে কথা বলেছি এবং বাছাই করেছি, কিন্তু প্লেয়িং-১১-এ তিনি নিশ্চিত নন।