Advertisement

IPL 2024 Opening Ceremony: IPL-এর উদ্বোধনে চোখ ধাঁধানো আয়োজন BCCI-এর, কারা পারফর্ম করবেন? জানুন

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে বিরাট চমক। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন এ আর রহমান, সোনু নিগম, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। বুধবার সন্ধ্যায় এই তথ্য এক্স-এ পোস্ট করেছে বিসিসিআই। ২২ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। আর সেখানেই পারফর্ম করতে দেখা যাবে এই তারকাদের। ফলে জাঁকজমক করেই শুরু হচ্ছে এবারের আইপিএল। 

আইপিএল উদ্বোধন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Mar 2024,
  • अपडेटेड 8:44 PM IST

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে বিরাট চমক। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন এ আর রহমান, সোনু নিগম, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। বুধবার সন্ধ্যায় এই তথ্য এক্স-এ পোস্ট করেছে বিসিসিআই। ২২ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। আর সেখানেই পারফর্ম করতে দেখা যাবে এই তারকাদের। ফলে জাঁকজমক করেই শুরু হচ্ছে এবারের আইপিএল। 

স্বস্তির খবর কিছুদিন আগে জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। ভোটের দিন ঘোষণা হওয়ার দিনেই তিনি জানিয়ে দিয়েছেন, এবারে গোটা ভারত জুড়ে লোকসভা নির্বাচন থাকলেও আইপিএল গোটাটাই হবে ভারতে। এর আগে ২০১৯ সালে একটা অংশ ভারতে হলেও বাকিটা হয়েছিল বিদেশে। তবে এবার তেমনটা হচ্ছে না। পাশাপাশি জানানো হয়েছে গোটা দেশের বিভিন্ন জায়গায় তৈরি হবে আইপিএল-এর ফ্যান পার্ক। সেখানে খেলা দেখার ব্যবস্থা তো থাকবেই পাশাপাশি থাকবে নানা বিনোদনের ব্যবস্থাও। ফলে শুধু ম্যাচ দেখা নয়, নানা অনুষ্ঠান ও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ফ্যানরা। 

২৩ মার্চ আইপিএল-এ অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচ ইডেনে অনুষ্ঠিত হবে। পাশাপাশি মেদিনীপুরে থাকবে ফ্যান পার্ক। ২৩ ও ২৪ মার্চ ফ্যান পার্ক থাকবে। তবে শুধু মেদিনীপুর নয়, দেশের অন্যান্য জায়গাতেও থাকবে ফ্যান পার্ক। আইপিএল-এর প্রথম পর্বের সূচি জানিয়েছে বিসিসিআই। এখনও পরের পর্বের ম্যাচগুলি কবে কোথায় হবে তা জানানো হয়নি। সুচি ঠিক হয়ে গেলে ফ্যান পার্কের সংখ্যাও বাড়বে।    

আইপিএলের জন্য আইপিএল  ফ্যান পার্ক

 মাদুরাই, তামিলনাড়ু - ২২ থেকে ২৩ মার্চ
 মিরাট, উত্তর প্রদেশ - ২৩ থেকে ২৪ মার্চ
 বিকানের, রাজস্থান - ২৩ থেকে ২৪ মার্চ
 মেদিনীপুর, পশ্চিমবঙ্গ - ২৩ থেকে ২৪ মার্চ
 সোলাপুর, মহারাষ্ট্র - ২৩ থেকে ২৪ মার্চ

Advertisement

 নিজামবাদ, তেলেঙ্গানা - ৩০ থেকে ৩১ মার্চ
 কোয়েম্বাটোর, তামিলনাড়ু - ৩০ থেকে ৩১ মার্চ
 নদিয়াদ, গুজরাত - ৩০ থেকে ৩১ মার্চ

 জামশেদপুর, ঝাড়খণ্ড - ৩০ থেকে ৩১ মার্চ

 পাতিয়ালা, পঞ্জাব - ৩০ থেকে ৩১ মার্চ


রাজকোট, গুজরাত - ৬ থেকে ৭ এপ্রিল
 নাগপুর, মহারাষ্ট্র - ৬ থেকে ৭ এপ্রিল
 দেরাদুন, উত্তরাখণ্ড - ৬ থেকে ৭ এপ্রিল
 বারাণসী, উত্তরপ্রদেশ - ৬ থেকে ৭ এপ্রিল
 মহীশূর, কর্ণাটক - ৬ থেকে ৭ এপ্রিল

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement