Advertisement

IPL Auction: IPL ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার পন্ত, ১০ মিনিটেই ভাঙল শ্রেয়সের রেকর্ড

IPL Auction: আইপিএলের ইতিহাসে রেকর্ড গড়ে সর্বোচ্চ দর পায় শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তবে আইয়ারের রেকর্ড টেঁকে মাত্র ১০ মিনিট। কারণ এরপর নিলাম ওঠার পর ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্তকে (Rishab Pant) ২৭ কোটি টাকায় কিনে নেয় লখনউ সুপার জায়েন্ট (Lukhnow Super Giants)।

IPL ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার হলেন শ্রেয়স আইয়ার, রেকর্ড গড়ে দলে নিল পঞ্জাব
Aajtak Bangla
  • জেড্ডা,
  • 24 Nov 2024,
  • अपडेटेड 5:16 PM IST

IPL Auction jedda: আইপিএল (IPL)নিলামে প্রথমেই চমক। ৬ মার্কি প্লেয়ারকে (IPL Marky Player) নিলামে তোলা হয়েছিল। তার মধ্যে আইপিএলের ইতিহাসে রেকর্ড গড়ে সর্বোচ্চ দর পায় শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তবে আইয়ারের রেকর্ড টেঁকে মাত্র ১০ মিনিট। কারণ এরপর নিলাম ওঠার পর ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্তকে (Rishab Pant) ২৭ কোটি টাকায় কিনে নেয় লখনউ সুপার জায়েন্ট (Lukhnow Super Giants)। ফলে রেকর্ড গড়েও বেশিক্ষণ টিঁকলেন গতবারের কেকেআর ক্যাপ্টেন (KKR Captain)।

এদিন শ্রেয়স আইয়ারকে তুলে নিল পঞ্জাব কিংস (Punjab Kings)। গতবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআরের (Ipl Champion KKR) অধিনায়ককে এবার নিজেদের দলে ভেড়ালো প্রীতি জিন্টার টিম (Preeti Zinta)। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দর ২৬.৭৫ কোটি টাকায় বিক্রি হলেন তিনি। তিনি এর আগে মিচেল স্টার্কের ২৪. ৭৫ কোটি টাকার রেকর্ড ভেঙে আইপিএলের সর্বোচ্চ দর পান। তাঁকে নিয়ে শেষ পর্যন্ত দিল্লির (Delhi Capitals)সঙ্গে লড়াই হয় পঞ্জাবের। শেষমেষ বাজিমাৎ করে প্রীতি-নেস ওয়াদিয়ারা। 

তাঁর হাত ধরেই চ্যাম্পিয়ন হয় কেকেআর। তাই এবার সবার নজর ছিল তাঁর দিকে। আর উল্লেখযোগ্য বিষয় হল, দীর্ঘ প্রায় এক দশকের খরা কাটিয়ে তিনি ট্রফি এনে দেন নাইটদের। আর এদিকে শনিবার, অর্থাৎ অকশনের ঠিক আগেরদিন সৈয়দ মুস্তাক আলি (Syed Mushtaq Ali) টি-টোয়েন্টি প্রতিযোগিতাতে দুরন্ত সেঞ্চুরি করেন শ্রেয়স। ফলে, একাধিক ফ্র্যাঞ্চাইজির নজরে চলে আসেন তিনি।

এরপরই আবার চমক। ইতিহাস গড়তে সময় নিল ১৭ বছর। তবে ভাঙতে সময় নিল ১০ মিনিট। শ্রেয়সের ২৬ কোটি ৭৫  কোটি টাকার রেকর্ড ভেঙে আইপিএলের ইতিহাসে সবথেকে দামী খেলোয়াড় হয়ে গেলেন ঋষভ পন্ত। তাঁকে ২৭ কোটি টাকা দিয়ে দলে নিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস। প্রাথমিকভাবে রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) এবং সানরাইজার্স হায়দরাবাদের (Sunridgers Hydrabad) সঙ্গে লড়াইয়ের পরে পন্তের জন্য সর্বোচ্চ ২০.৭৫ কোটি টাকা দর হেঁকেছিলেন জাহির খান (Zaheer Khan) ,গোয়েঙ্কারা (Sanjeev Goyenka)। তারপর নিয়ম মতো দিল্লি ক্যাপিটালসের কাছে জানতে চাওয়া হয় যে ‘রাইট টু ম্যাচ’ (Right To Match) কার্ড ব্যবহার করবে কিনা। তাতে রাজি হন সৌরভ গঙ্গোপাধ্যায়রা (Sourav Ganguly)। আর তারপরই লখনউয়ের তরফে জানানো হয় যে ২৭ কোটি টাকা দেবে। সেটা শুনেই দিল্লি সহ অন্যরা সরে দাঁড়ায়।

Advertisement

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) সম্প্রতি ধরে রাখার বিষয়ে নতুন নিয়ম জারি করেছে। এ অনুযায়ী একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৬ জন খেলোয়াড় ধরে রাখতে পারবে। যদি কোনও দল ৬ জনের কম খেলোয়াড় ধরে রাখে, সে ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি নিলামের সময় রাইট টু ম্যাচ কার্ড ব্যবহারের সুযোগ পাবে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement