Advertisement

Ipl 2024 Most Expensive Cricketers : ক্রিকেটে সবথেকে দামি খেলোয়াড় কামিন্স, এত বছর না খেললেও 'সেরা' যুবরাজ

IPL-এর নিলামে টাকার ফুলঝুরি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪-এর খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে। নিলামের সবথেকে দামি খেলোয়াড় হলেন প্যাট কামিন্স।

pat cummins and Yuvraj Singh
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 19 Dec 2023,
  • अपडेटेड 6:34 PM IST
  • আইপিএল ছেড়েছেন বেশ কয়েরবছর আগে
  • তারপরও ঘুরে ফিরে আসছে যুবরাজ সিংয়ের নাম

IPL-এর নিলামে টাকার ফুলঝুরি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪-এর খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে। নিলামের সবথেকে দামি খেলোয়াড় হলেন প্যাট কামিন্স। বিশ্বকাপজয়ী অধিনায়ককে রেকর্ড ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কিনল সানরাইজার্স হায়দরাবাদ। এর আগে সব থেকে বেশি দামে বিক্রি হয়েছিলেন স্যাম কারেন। তাঁকে ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় কিনেছিল পঞ্জাব কিংস। 
 
নিলামে RCB ও কামিন্সকে কেনার জন্য ঝাঁপিয়েছিল। তবে টাকার অঙ্কে  সানরাইজার্স অস্ট্রেলিয়ান অধিনায়ককে ছিনিয়ে নেয়। কামিন্সের বেস প্রাইজ ছিল ২ কোটি টাকা। কামিন্সকে কেনার জন্য প্রথম থেকেই ঝাঁপায়  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে কামিন্সকে ২০ কোটি ৫০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় সানরাইজার্স। 

উল্লেখ্য এই বছর দুটি আইসিসি টুর্নামেন্ট জিতেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স WTC ফাইনাল ২০২৩-এ অস্ট্রেলিয়াকে জেতায়। আবার ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপও দলের হাতে তুলে দেয় অধিনায়ক কামিন্স। 

এক নজরে দেখে নেব কামিন্স ছাড়াও আরও ৫ খেলোয়াড়ের নাম। যাঁরা সবথেকে বেশি দামে বিক্রি হয়েছিলেন। 

স্যাম কারেন (Sam Curran) : প্যাট কামিন্সের আগে যে খেলোয়াড়  সবথেকে বেশি দামে বিক্রি হন তাঁর নাম স্যাম কারেন। ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার ২০২৩ সালের আইপিএল-এর নিলামে ইতিহাস তৈরি করেন। তাঁকে পঞ্জাব কিংস (PBKS) ১৮.৫০ কোটি টাকায় কেনে। 

ক্যামেরন গ্রিন (Cameron Green): স্যাম কারেনের পর নিলামে সবথেকে বেশি দামে বিক্রি হন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডারকে ১৭.৫০ কোটি টাকায় কেনে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। তবে আগামী আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB)-র হয়ে খেলতে দেখা যাবে গ্রিনকে। 

বেন স্টোকস (Ben Stokes): ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক এবং অলরাউন্ডার বেন স্টোকস আইপিএল ইতিহাসের চতুর্থ সবচেয়ে দামি খেলোয়াড়। আইপিএল ২০২৩ নিলামে চেন্নাই সুপার কিংস (CSK) তাঁকে ১৬.২৫ কোটি টাকায় কেনে। তবে আসন্ন আইপিএল মরসুম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন স্টোকস।

Advertisement

ক্রিস মরিস (Chris Morris): প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস আইপিএল নিলামে বিক্রি হওয়া চতুর্থ সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড়। আইপিএল ২০২১ নিলামে, রাজস্থান রয়্যালস (RR) মরিসকে ১৬.২৫ কোটি টাকায় কেনে। 

নিকোলাস পুরান (Nicholas Pooran) : তালিকার পাঁচ নম্বরে রয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার নিকোলাস পুরান। গত আইপিএল-এর নিলামে তাঁকে ১৬ কোটি টাকা দিয়ে কেনে লখনউ সুপার জায়ান্টস (LSG) কিনেছিল। পরের মরসুমেও একই দলের হয়ে খেলবেন তিনি। 


ভারতীয় খেলোয়াড়দের মধ্যে যুবরাজ সবচেয়ে এগিয়ে রয়েছেন। নিলামে বিক্রি হওয়া ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং সবচেয়ে দামি ভারতীয় খেলোয়াড়। যুবরাজকে ১৬ কোটি টাকায় কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস। যদিও সেই ২০২৫ সালের মরসুমে যুবরাজ বিশেষ কিছু করতে পারেননি। ২০১৯ সালে তিনি শেষবারের মতো আইপিএল খেলেন। তারপর বেশ কয়েকটা বছর কেটে গেলেও এখনও যুবরাজের রেকর্ড কেউ ভাঙতে পারেননি। তিনিই ভারতীয়দের মধ্যে সবচেয়ে দামি খেলোয়াড়। 

 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement