পিঙ্ক বল টেস্টে হারের পরের দিন একদিন বিশ্রাম নিয়েছে টিম ইন্ডিয়া। আজ অর্থাত্ মঙ্গলবার ফের প্র্যাক্টিস শুরু। এদিনে প্র্যাক্টিসের ধরন দেখে যা বোঝা গেল, ওপেনিং জুটিতে কোনও রকম পরিবর্তন তৃতীয় টেস্টেও হয়তো করবে না ভারত।
শনিবার থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট ব্রিসবেনে
অ্যাডিলেড টেস্টে ওপেন করেছিলেন কেএল রাহুল ও যশস্বী যাদব। রোহিত শর্মা রাহুলকে জায়গা ছেড়ে দিয়েছিলেন। এবার ১৪ ডিসেম্বর অর্থাত্ শনিবার থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট ব্রিসবেনে। এখনও পর্যন্ত বর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে ১-১ দুই দলের। ব্রিসবেন টেস্টে ভারতকে জিততেই হবে। না হলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া মুশকিল হতে পারে।
ওপেনিং জুটিতে কোনও রকম পরিবর্তন করবে না
আজ প্র্যাক্টিসের নির্যাস, ওপেনিং জুটিতে কোনও রকম পরিবর্তন করবে না ভারত। মিডল অর্ডারেই নামবেন রোহিত শর্মা। এদিনের নেট প্র্যাক্টিসে হেলমেটে লাগল ঋষভ পন্তের। তারপরই ট্রেনিং থামিয়ে দিলেন পন্ত। চোট লাগল কিনা, তা বোঝা যাচ্ছে না। পরে অবশ্য ফের নেটে ফেলেন পন্ত।
শামি নিয়ে ইতিহাচক ইঙ্গিত রোহিতের
এরই মধ্যে আরও একটি প্রশ্ন ঘুরছে, তৃতীয় টেস্টে কি দলে জায়গা হবে বাংলার পেসার মহম্মদ শামির। রোহিত শর্মার বক্তব্যে কিন্তু একটু হলেও ইতিবাচক ইঙ্গিত মিলেছে। রোহিতের কথায়, 'শামির জন্য দলের দরজা সবসময় খোলা। আমরা ওর দিকে প্রতিনিয়ত নজর রাখছি। সৈয়দ মুস্তাক আলি খেলার সময় ওর হাঁটু ফুলে গিয়েছিল। শামির ক্ষেত্রে আমরা কোনও তাড়াহুড়ো করতে চাই না। অস্ট্রেলিয়া উড়িয়ে আনা হল, তারপর এখানে এসে চোটের কবলে পড়তে পারে। ফোলা বাড়তে পারে। কারণ, এখানে টেস্টে লম্বা স্পেলে বল করতে হয়। ফিটনেস টিম ওর দিকে নজর রাখছেন। ওদের ফিট সার্টিফিকেটের পরেই দল সিদ্ধান্ত নেবে।'