Advertisement

Mohammad Shami Arjuna Award: অর্জুন পুরস্কার পাবেন মহম্মদ শামি? কেন্দ্রীয় সরকারকে স্পেশাল ডিমান্ড BCCI-র

Mohammad Shami Arjuna Award: এবার কেন্দ্রের মনোনীত ১২ সদস্য়ের কমিটি এবার বেছে নেবে খেলরত্ন ও অর্জুন প্রাপককে। কমিটির মাথায় রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএম খালউইলকর। রয়েছেন হাফ ডজন প্রাক্তন অ্যাথলিট- হকি খেলোয়াড় ধনরাজ পিল্লাই, প্যাডলার কমলেশ মেহতা, বক্সার অখিল কুমার, মহিল শ্যুটার ও বর্তমান জাতীয় কোচ শুমা শিরুর, ক্রিকেটার অঞ্জুম চোপড়া, ব্য়াডমিন্টন খেলোয়াড় তৃপ্তি মুরগুন্ডে, ভারোত্তলক ফরমান পাশা।

অর্জুন পুরস্কার পাবেন মহম্মদ শামি? কেন্দ্রীয় সরকারকে স্পেশাল ডিমান্ড BCCI-র
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 13 Dec 2023,
  • अपडेटेड 7:30 PM IST
  • বিশ্বকাপে 'ম্যাজিক'-এ মোহিত দেশ
  • অর্জুন পুরস্কারের জন্য মনোনীত মহম্মদ শামি

Mohammad Shami Arjuna Award: অর্জুন পুরস্কারের জন্য মহম্মদ শামির নাম পাঠাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। ভারতীয় পেস বোলার দীর্ঘদিন ভারতীয় দলে রয়েছেন। তিনি গত মাসে বিশ্বকাপে পরিবর্ত ক্রিকেটার হিসেবে খেলতে নেমে ইতিহাস গড়েন। তাঁর নিখুঁত বোলিংয়ের জবাব ছিল না কারও কাছে। ফাইনাল ম্যাচ ছাড়া তিনি ছিলেন অপ্রতিরোধ্য। মাত্র ৭ ম্যাচ খেলে তিনি ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী হন। এছাড়াও তিনি বিশ্বকাপে ৩ বার পাঁচ উইকেট নেন। যা রেকর্ড। এছাড়াও তিনি বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারীও বটে। তাঁর চমকপ্রদ পারফরম্যান্সের পর তাঁকে সরকারিভাবে স্বীকৃতির জন্য বেছে নিল বিসিসিআই।

এবার কেন্দ্রের মনোনীত ১২ সদস্য়ের কমিটি এবার বেছে নেবে খেলরত্ন ও অর্জুন প্রাপককে। কমিটির মাথায় রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএম খালউইলকর। রয়েছেন হাফ ডজন প্রাক্তন অ্যাথলিট- হকি খেলোয়াড় ধনরাজ পিল্লাই, প্যাডলার কমলেশ মেহতা, বক্সার অখিল কুমার, মহিল শ্যুটার ও বর্তমান জাতীয় কোচ শুমা শিরুর, ক্রিকেটার অঞ্জুম চোপড়া, ব্য়াডমিন্টন খেলোয়াড় তৃপ্তি মুরগুন্ডে, ভারোত্তলক ফরমান পাশা।

অর্জুন পুরস্কারের গুরুত্ব

ভারত সরকার কর্তৃক প্রদত্ত জাতীয় স্তরে খেলাধুলায় উৎকর্ষের একটি স্বীকৃতি অর্জুন পুরস্কার। এটি ক্রীড়াক্ষেত্রে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান। ১৯৬১ সালে এই পুরস্কার চালু হয়। অর্জুন পুরস্কারে অর্জুনের একটি ব্রোঞ্জমূর্তি, একটি মানপত্র ও ১৫ লক্ষ টাকা পুরস্কারমূল্য দেওয়া হয়। ভারত সরকার কর্তৃক প্রদত্ত জাতীয় স্তরে খেলাধুলায় উৎকর্ষের একটি স্বীকৃতি।

এখনও পর্যন্ত মোট ৪০ জন ক্রিকেটার অর্জুন পুরস্কার পেয়েছেন। শামি যদি এই স্বীকৃতি পান তাহলে তিনি হবেন ৪১ তম অর্জুন প্রাপক ক্রিকেটার। তাঁর আগে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, কপিল দেব, হরভজন সিং, বীরেন্দ্র শেহবাগ, মহম্মদ আজহারুদ্দিন, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, ভেঙ্কটেশ প্রসাদ, জাভাগল শ্রীনাথ, অজয় জাদেজা সহ আরও অনেকে এই পুরস্কার পেয়েছেন।

Advertisement

ক্রিকেটে এ যাবৎ অর্জুন প্রাপকদের পূর্ণাঙ্গ তালিকা

1 1961 সেলিম দুরানি 2 1964 মনসুর আলি খান পতৌদি 3 1965 বিজয় মঞ্জরেকর 4 1966 চান্দু বোর্দে 5 1967 অজিত ওয়াদেকর 6 1968 ই.এ.এস. প্রসন্ন ৭ ১৯৬৯ বিষেন সিং বেদী 8 1970 দিলীপ সরদেশাই 9 1971 শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন 10 1972 একনাথ সোলকর 11 1972 বি.এস. চন্দ্রশেখর 12 1975 সুনীল গাভাস্কার 13 1976 শান্তা রঙ্গস্বামী 14 1977-78 গুন্ডপ্পা বিশ্বনাথ 15 1979-80 কপিল দেব নিখঞ্জ 16 1980-81 চেতন চৌহান 17 1980-81 সৈয়দ কিরমানি 18 1981 দিলীপ ভেঙ্গসরকার 19 1982 মহিন্দর অমরনাথ 20 1983 ডায়ানা এডুলজি 21 1984 রবি শাস্ত্রী 22 1985 শুভাঙ্গী কুলকার্নি 23 1986 মোহাম্মদ আজহারউদ্দিন 24 1986 সন্ধ্যা আগরওয়াল 25 1989 মদন লাল 26 1993 মনোজ প্রভাকর 27 1993 কিরণ মোর 28 1994 শচীন টেন্ডুলকার 29 1995 অনিল কুম্বলে 30 1996 জাভাগল শ্রীনাথ 31 1997 অজয় ​​জাদেজা 32 1997 সৌরভ গাঙ্গুলী 33 1998 রাহুল দ্রাবিড় 34 1998 নয়ন মঙ্গিয়া 35 2000 B.K. ভেঙ্কটেশ প্রসাদ 36 2002 বীরেন্দ্র শেবাগ 37 2003 হরভজন সিং 38 2003 সুশ্রী মিতালি রাজ 39 2005 মিসেস অঞ্জু জৈন 40 2006 মিসেস আনজুম চোপড়া

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement