MS Dhoni No 7 Jersey Retired by BCCI: ভারতীয় দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিখ্যাত ৭ নম্বর জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত নিল BCCI। বিসিসিআই জানিয়ে দিয়েছে, ধোনির ৭ নম্বর জার্সি ভারতীয় দলের আরও কোনও প্লেয়ারকে দেওয়া হবে না। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনির অবসরের ৩ বছর পর সিদ্ধান্ত নিল ভারতীয় বোর্ড। গোটা কেরিয়ারে ধোনি যে নম্বরের জার্সি পরে খেলেছেন, ধোনির সঙ্গে সেই নম্বরটিও অবসর নিল এবার।
ধোনির জার্সির অবসর
ইন্ডিয়ান এক্সপ্রেস-এর খবর অনুযায়ী, ধোনির মতো এরকম সম্মান আর একজন ক্রিকেটারকেই দেওয়া হয়েছে। তিনি হলেন সচিন তেন্ডুলকার। সচিনের ১০ নম্বর জার্সি ২০১৭ সালে অবসর নেয়। রিপোর্ট অনুযায়ী, ধোনির জার্সির ৭ নম্বর ভারতীয় দলে আরও কোনও ক্রিকেটারকে দেওয়া হবে না।
ভারতের অন্যতম সেরা অধিনায়ক
২০০৭ সালে ধোনির নেতৃত্বেই টিম ইন্ডিয়া টি২০ বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয় দল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি অবসর নেন ২০২০ সালের ১৫ অগাস্ট। টেস্ট ক্রিকেট থেকে ২০১৪ সালেই অবসর ঘোষণা করেছিলেন ধোনি।
৭ ও ১০ নম্বরের অবসর
ইতিমধ্যেই ভারতীয় দলে ডেবিউ করবেন, এমন প্লেয়ারদের বিসিসিআই জানিয়ে দিয়েছে, সচিন ও ধোনির জার্সির নম্বরের কোনও বিকল্প নেই। তাই আবেদন করা যাবে না এই নম্বর চেয়ে।
কীভাবে জার্সির নম্বর বাছাই করা হয়?
ভারতীয় দলে ডেবিউ করলে সংশ্লিষ্ট প্লেয়ারকে ১ থেকে ১০০-র মধ্যে যে কোনও একটি নম্বর বাছাই করতে বলে আইসিসি। তবে বিসিসিআই-এর নিয়ম হল, ৬০ নম্বর পর্যন্ত বাছাই করতে পারবেন প্লেয়াররা।