বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারানোর পর, পাকিস্তানের বিশ্বকাপ স্বপ্ন প্রায় শেষ হয়ে গিয়েছে। অঙ্কের বিচারে বাবর আজমদের শেষ চারে যাওয়ার স্বপ্ন টিকে থাকলেও অঙ্ক বেশ কঠিন। এখন যা অবস্থা তাতে ধরে নেওয়া যায়, প্রথম সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবেন কেন উইলিয়ামসনরাই।
কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান?
ভারতীয় ক্রিকেট সমর্থকদের অনেকেই আশা করেছিলেন যে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে আরও একবার 'মহাযুদ্ধ' হয়ত হতে পারে। কিন্তু, শ্রীলঙ্কার হারের পর যাবতীয় হিসেব গোলমাল হয়ে গেল। এখন পাকিস্তান আদৌ সেমিফাইনালে উঠতে পারবে কি না, সেটাই একেটা বড় প্রশ্নের মুখে এসে পড়েছে। তার উপর ইডেন গার্ডেন্স থেকে ভারতের ম্যাচটাও হাতছাড়া হওয়ার জোগাড়। নিউজিল্যান্ড দল ইতিমধ্যেই ১০ পয়েন্ট সংগ্রহ করে চার নম্বরে উঠে এসেছে। অন্যদিকে তাদের নেট রান রেট ০.৭৪৩। আর পাকিস্তান রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। তাদের কাছে রয়েছে ৮ পয়েন্ট। সেমিফাইনালে উঠতে হলে, বাবর আজমদের ইংল্যান্ডকে হারাতেই হবে। পাকিস্তান হেরে গেলে সরাসরি বিদায়। যদি জেতে, তাহলেও কিন্তু আশা যে খুব একটা থাকবে, এমনটা নয়। কারণ পাকিস্তানের নেট রান রেট ০.০৩৬। ফলে ইংল্যান্ডকে শুধু হারালেই হবে না, পাকিস্তানকে কমপক্ষে ২৮৭ রানের ব্যবধানে জিততে হবে। এই পরিস্থিতিতে পাকিস্তান আদৌ শেষ চারে পৌঁছতে পারবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
অর্থাৎ পাকিস্তান যদি শুরুতে ব্যাট করে ৩০০ রান করে তা হলে বাবরদের ইংল্যান্ডকে মাত্র ১৩ রানে অলআউট করতে হবে। অন্যদিকে যদি পাকিস্তান শুরুতে ফিল্ডিং পায় এবং তারা যদি ইংল্যান্ডকে ১০০ রানের মধ্যে অলআউট করে তা হলে মাত্র ২.৫ ওভারেই সেই রান করে ফেলতে হবে। যা কার্যত অসম্ভব।
২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারে ভারত
কোহালির দল থেমে যায় ২২১ রানে। ১৮ রানে জিতে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায় নিউজিল্যান্ড। তবে ২০২৩-এর বিশ্বকাপে একবার কিউয়িদের হারিয়েছে ভারতীয় দল। তবে সেমিফাইনালের লড়াই একেবারেই আলাদা। ফলে লড়াই বেশ কঠিন হবে। ৫০ ওভারের ক্রিকেটে বেশ কিছু বছর ধরেই দারুণ ছন্দে নিউজিল্যান্ড।