প্রথমবার পাকিস্তানকে টেস্ট ক্রিকেটে হারিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট দল। তাও আবার পাকিস্তানকের ঘরের মাঠে। রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে (২৫ আগস্ট) পাকিস্তান মাত্র ৩০ রানের টার্গেট দিয়েছিল, যা বাংলাদেশ কোনও উইকেট না হারিয়েই তুলে নেয়। ২ ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটা জিতে এবার অ্যাডভান্টেজ বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়েছিল ২০০১ সালে। তারপর থেকে, এটি পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ১৫ টি টেস্ট ম্যাচ খেলেছে, যেখানে এটি প্রথম জয়। এর আগে ১২ টি ম্যাচে জিতেছে পাকিস্তান। একটি ম্যাচ ড্র হয়েছিল। আর একটি বাতিল করা হয়েছে।
প্রথম ইনিংসে ১১৭ রানের লিড পায় বাংলাদেশ
ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি পাকিস্তানের। তবে সৌদ শাকিল এবং মহম্মদ রিজওয়ান সেঞ্চুরি করে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৪৪৮ রানের বড় স্কোর করে। পাকিস্তানের ক্যাপ্টেন শান মাসুদ ইনিংস ডিক্লেয়ার করার সিদ্ধান্ত নেন। রিজওয়ান অপরাজিত থাকেন ১৭১ রান করে। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও তিনটি ছক্কা। শাকিল তাঁর দুর্দান্ত ফর্ম বজায় রাখেন। একাই ১৪১ রান করেন। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম নেন ২টি করে উইকেট।
এর পর প্রথম ইনিংসে ৫৬৫ রান করে বাংলাদেশ। এর ফলে প্রথম ইনিংসে ১১৭ রানের লিড পায় বাংলাদেশ। রাংলাদেশের হয়ে ১৯১ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। এটি ছিল রহিমের টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি। রহিম মারেন ২২টি চার ও ১টি ছক্কা। শাদমান ইসমান (৯৭), মাহেদী হাসান মিরাজ (৭৭), লিটন দাস (৫৬) এবং মুমিনুল হক হাফসেঞ্চুরি করেছেন। পাকিস্তানের হয়ে তিনটি উইকেট নেন নাসিম শাহ। অন্যদিকে খুররম শাহজাদ, মহম্মদ আলি এবং শাহীন আফ্রিদি ২ টি করে উইকেট পেয়েছেন।
স্পিনারদের সামনে ভেঙে পড়ে পাকিস্তান দল। দ্বিতীয় ইনিংসে ১১৭ রানের লিড নিয়ে টার্গেট দেওয়ায় চাপ বাড়ে পাকিস্তানের উপর। অফ স্পিনার মেহেদি হাসান মিরাজের ৪ উইকেট এবং বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ৩ উইকেট তুলে দ্রুত পাকিস্তানের ইনিংস শেষ করে দেন। পাকিস্তান দল সমস্ত উইকেট হারায় ১৪৬ রানে। বাকি শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা ১টি করে উইকেট নেন। পাকিস্তানের হয়ে আবারও জ্বলে ওঠেন রিজওয়ান এবং সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন। আব্দুল্লাহ শফিক ৩৭, বাবর আজম ২২ ও অধিনায়ক শান মাসুদ ১৪ রান করেন। এগুলো ছাড়া কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের রান করতে পারেননি। পাকিস্তান দল দ্বিতীয় ইনিংসে ১৪৬ রান করে মাত্র ৩০ রানের টার্গেট দেয়। কোনও উইকেট না হারিয়েই সেই রান তুলে নেয় বাংলাদেশ।