Advertisement

Ravichandran Ashwin Retirement: অশ্বিনের অবসর, প্রাণপণে কান্না চাপার চেষ্টা করছেন রোহিত? VIDEO VIRAL

ব্রিসবেন টেস্ট শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে রবিচন্দ্রন অশ্বিনকে সঙ্গে নিয়ে আসেন রোহিত শর্মা। ততক্ষণে রটে গিয়েছে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার অবসর নিচ্ছেন। আর সেই আশঙ্কাই সত্যি হয়ে গেল কয়েক মুহূর্তেই। ক্যাপ্টেনের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসে অশ্বিন জানিয়ে দিলেন, 'ভারতীয় দলের জার্সিতে এটাই আমার শেষ দিন।' তবে রোহিত জানালেন আগেই অবসর নিতে চেয়েছিলেন অশ্বিন। আটকে দেন তিনি। 

ravichandran ashwin
Aajtak Bangla
  • ব্রিসবেন,
  • 18 Dec 2024,
  • अपडेटेड 12:13 PM IST

ব্রিসবেন টেস্ট শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে রবিচন্দ্রন অশ্বিনকে সঙ্গে নিয়ে আসেন রোহিত শর্মা। ততক্ষণে রটে গিয়েছে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার অবসর নিচ্ছেন। আর সেই আশঙ্কাই সত্যি হয়ে গেল কয়েক মুহূর্তেই। ক্যাপ্টেনের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসে অশ্বিন জানিয়ে দিলেন, 'ভারতীয় দলের জার্সিতে এটাই আমার শেষ দিন।' তবে রোহিত জানালেন আগেই অবসর নিতে চেয়েছিলেন অশ্বিন। আটকে দেন তিনি। 

তবে ক্লাব ক্রিকেট খেলবেন তিনি। অর্থাৎ আইপিএল-এও দেখা যাবে তাঁকে। অশ্বিন বলেন, 'আমার মধ্যে এখনও খেলা রয়েছে। তবে আর আন্তর্জাতিক ক্রিকেট নয়, আমি ক্লাব ক্রিকেট খেলব। প্রচুর স্মৃতি রয়েছে এই দলের সঙ্গে রোহিত সহ অনেকেই আছে। গত কয়েক বছরে অনেকেই অবসর নিয়েছে।' যখন অশ্বিন কতা বলছেন, তখন পাশে বসে থাকা রোহিতের চোখ ছলছল করছে। অফস্পিনার নিজের বক্তব্য শেষ করে উঠে যাওয়ার পর, নিজেকে সামলে রোহিত বলেন, 'ও অসাধারণ ক্রিকেটার। ও একেবারে চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছে।'

পারথ টেস্টে রোহিত ছিলেন না। তবে ম্যাচের মাঝেই অস্ট্রেলিয়া এসে পৌঁছান ক্যাপ্টেন। সেই সময়ই অশ্বিনের সিদ্ধান্তের কথা জানতে পারেন। রোহিত বলেন, 'আমি প্রথম টেস্টে ছিলাম না। তবে ও সিদ্ধান্তটা ঠিক করেই রেখেছিল। এর পেছনে অনেকগুলো কারণ কাজ করেছে। সে সব কিছুর উত্তর ও পরে দিতে পারবে। আমি কোনওমতে ওকে রাজি করিয়েছি অ্যাডিলেড টেস্টটা খেলার জন্য।'

অশ্বিনের অবসরের মুহূর্তে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল ক্যাপ্টেন রোহিতের। সেই অনূর্ধ্ব-১৭ থেকে একসঙ্গে খেলতেন রোহিত ও অশ্বিন। তখন তামিলনাড়ুর এই ক্রিকেটারও রোহিতের মতো ওপেনিং ব্যাটার ছিলেন। কিন্তু এর কিছুদিন পর যোগাযোগ কমে যায়। কিন্তু রোহিত খবর পেতেন অশ্বিন নিজের রাজ্য দলের হয়ে পাঁচ উইকেট নিচ্ছেন। সেই সময়ের কথা বলতে গিয়ে ক্যাপ্টেন বলেন, 'শুনতে পেতাম অশ্বিন বলে কেউ একজন দারুণ বল করছে। কিন্তু তখন ওকে চিনতে পারিনি। কারণ, আমার সঙ্গে খেলার সময় ও ব্যাটার ছিল, কীভাবে বোলার হয়ে গেল ধরতে পারিনি।' 

Advertisement

টেস্টে ৫৩৭টি উইকেট নেওয়া অশ্বিন ওয়ানডেতেও দারুণ পারফর্ম করেছেন। ১৫৬টি উইকেট আছে তাঁর। পাশাপাশি পাঁচ উইকেট নিয়েছেন ৩৭ বার। ব্যাট হাতেও খেলেছেন প্রচুর অনবদ্য ইনিংস। টেস্টে রয়েছে ৬টি শতরান। করেছেন ৩৫০৩ রান।    

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement