KKR IPL 2025 retained and released players: আইপিএল ২০২৫ (IPL 2025)-এর দামামা বেজে গেল। কলকাতা নাইট রাইডার্স (KKR) এবারও রাখল আন্দ্রে রাসেলকে। শ্রেয়স আইয়ারকে রিলিজ করেই দিল শাহরুখ খানের দল। সবচেয়ে বড় বাজি ধরা রিঙ্কু সিংকে নিয়ে। রিঙ্কুকে কেকেআর রাখল ১৩ কোটি টাকায়। বিশাল অঙ্ক খরচ করল রিঙ্কুর জন্য।
কীভাবে হয় IPL নিলাম?
এছাড়াও সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রমনদীপ সিং ও হর্ষিত রানাকেও রাখল কেকেআর। অর্থাত্ মেগা নিলামে এই প্লেয়ারদের রাইট-টু-ম্যাচ অপশন থাকছে না। আইপিএল-এর নিয়ম অনুযায়ী, প্রতিটি দল ৬ জন প্লেয়ারকে রিটেন করতে পারে। রিটেনশন ও মেগা নিলাম মিলিয়ে মোট বরাদ্দ অর্থের পরিমাণ ১২০ কোটি টাকা। কোনও আনক্যাপড প্লেয়ারকে রিটেন করা যায় সর্বোচ্চ ৪ কোটি টাকায়। প্রতিটি টিম সর্বোচ্চ ৫ জন ক্যাপড ও ২ জন আনক্যাপড প্লেয়ারকে রিটেন করতে পারে।
১৩ কোটি টাকায় রিঙ্কুকে রাখল কেকেআর
কেকেআর রিটেনশনে মোটা টাকায় রেখে দিল রিঙ্কু সিংকে। রিঙ্কুর জন্য ১৩ কোটি টাকা খরচ করার পাশাপাশি বরুণ চক্রবর্তীকে রাখল ১২ কোটি টাকায়, সুনীল নারিন ১২ কোটি টাকা, আন্দ্রে রাসেল ১২ কোটি টাকা, রমনদীপ সিং ১২ কোটি টাকা ও হর্ষিত রানাকে ৪ কোটি টাকায় রাখল কেকেআর।
শাহরুখের দলের নতুন অধিনায়ক কে?
এখন প্রশ্ন হল, ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়ার পরে কেকেআর-এর নতুন অধিনায়ক কে হবেন। তিন বছর আগে ২০২১ সালে শ্রেয়সকে তুলে ধরা হয়েছিল দলের দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসাবে। দীনেশ কার্তিক, অইন মর্গ্যানরা ট্রফি দিতে না পারায় শ্রেয়সে ভরসা রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। নিলামে ১২.২৫ কোটি টাকায় দিল্লি থেকে কেনা হয়েছিল শ্রেয়স আইয়ারকে। মাঝে এক বছর চোটের কারণে খেলতেই পারেননি শ্রেয়স। কিন্তু আরও একটি খবর শোনা যায়, কেকেআর ছাড়তে নাকি শ্রেয়স নিজেই মরিয়া হয়ে উঠেছিলেন। অবশেষে বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণার পর দেখা গেল, শ্রেয়সকে রাখল না কেকেআর। নতুন অধিনায়ক হিসেবে সুনীল নারিনের নাম শোনা যাচ্ছে। যদিও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সুনীল নারিন কতটা ভরসাযোগ্য, তা নিয়ে প্রশ্ন থাকছেই। সে ক্ষেত্রে তরুণ রক্তের দিকে কেকেআর ফের ঝুঁকতে পারে বলে মত ক্রিকেট বোদ্ধাদের।