Rohit Sharma on India vs Australia Boxing Day Test 2024: বক্সিং ডে টেস্টের আগে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) হাঁটুতে চোট লেগেছে বলে শোনা যাচ্ছে। ড্রেসিং রুমে তাঁকে আইসপ্যাক দেওয়ার ছবিও ভাইরাল হয়েছে। এহেন পরিস্থিতিতে চোট নিয়ে যাবতীয় জল্পনা খারিজ করে দিলেন রোহিত। সাংবাদিক সম্মেলনে জানালেন, তিনি পুরোপুরি ফিট। কিন্তু চতুর্থ টেস্টে তিনি কত নম্বরে ব্যাট করতে নামবেন, তা নিয়ে ধোঁয়াশাই রাখলেন।
প্র্যাক্টিসের সময় রোহিতের হাঁটুতে চোট লাগে রোহিতের
২৬ ডিসেম্বর থেকে MCG-তে শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) চতুর্থ টেস্ট ম্যাচ। গত রবিবার প্র্যাক্টিসের সময় রোহিতের হাঁটুতে চোট লাগে। সেই নিয়ে প্রশ্ন উঠতেই রোহিত সোজা জানিয়ে দিয়েছেন, তিনি সম্পূর্ণ ফিট। মুখ খুললেন বিরাট কোহলির খারাপ ফর্ম নিয়েও।
রোহিতকে ৬ নম্বরে ব্যাটিং করতে নামতে হয়
দ্বিতীয়বার বাবা হওয়ার খবর পেয়ে প্রথম টেস্ট খেলতে পারেনি রোহিত। অস্ট্রেলিয়া থেকেই ফিরে আসেন। সেই জায়গায় দলে সুযোগ পান কেএল রাহুল। ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতের জয়ে অন্যতম কারিগর হয়ে ওঠেন। যার জেরে রোহিতকে ৬ নম্বরে ব্যাটিং করতে নামতে হয়।
বিরাটের খারাপ ফর্ম নিয়ে মুখ খুললেন রোহিত
বিরাট কোহলির ফর্মের প্রসঙ্গ উঠতেই রোহিতের বক্তব্য, তিনি সেটাই করবেন, যা ভারতীয় দলের জন্য সবচেয়ে ভাল। তাঁর কথায়, 'কে কোথায় ব্যাট করবেন, তা নিয়ে আপনাদের ভাবতে হবে না। এটি দলের মধ্যে আলোচনার বিষয়, এখানে আলোচনার বিষয় নয়। আমরা সেটাই করব, যা ভারতীয় দলের জন্য সেরা।' অফ স্টাম্পের বাইরের বল খেলতে পারছেন না বিরাট। সেই প্রসঙ্গে রোহিত বললেন, 'বিরাট দুর্দান্ত ব্যাটার, ও ঠিক এর উপায় বের করে নেবে। আপনি কোহলির অপ স্টাম্পের বিষয়ে কথা বলছেন, আপনি বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার সম্পর্কে কথা বলছেন। আধুনিক সময়ের মহান ব্যাটার নিজের রাস্তা নিজেই বের করে নেয়।'