হার্দিক পান্ডিয়ার পরিবর্তে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব সূর্যকুমার যাদবের হাতে তুলে দিতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ইন্ডিয়াটুডে.ইন এক সূত্র মারফত এমনটা জানতে পেরেছে। মঙ্গলবার, ১৬ জুলাই BCCI-এর এক সূত্র জানায়, দীর্ঘ মেয়াদে এর কী প্রভাব পড়ে, সেটা ভেবেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সিলেক্টরদের প্যানেল টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখেই এমন কাউকে নিয়োগ করতে চায়, যিনি দীর্ঘ সময় ধরে নিজে খেলতে পারবেন।
হার্দিক পান্ডিয়া টি-টোয়েন্টি সিরিজে থাকছেন। তবে শ্রীলঙ্কা-ওয়ানডেতে খেলবেন না বলে জানিয়েছেন।
কিন্তু হার্দিক থাকলেও, টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব সূর্যকুমার যাদবের হাতেই দেওয়া হতে পারে। দুই-একদিনের মধ্যে দল ঘোষণা হতে পারে।
সূর্যকুমার যাদব ২০২৩-এর ওয়ানডে বিশ্বকাপের ঠিক পরে দু'টি টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। সূর্যকুমার সেই সিরিজে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেন। ৭টি ম্যাচের মধ্যে ৫টিতে জিতেছিলেন। ফলে তাঁর অভিজ্ঞতা ও রেকর্ড নেহাত কম নয়।
ব্যাটসম্যান হিসেবেও সূর্যকুমার সেই সময় দুর্দান্ত ফর্মে ছিলেন। দু'টি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি করেন। ৭ ম্যাচে ৩০০ রান তুলেছিলেন। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের ২ নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব।
T-20-তে ইন্ডিয়ার সেরা ৫ ক্যাপ্টেন
ক্যাপ্টেন | T20 ম্যাচ | জিতেছেন | হেরেছেন | টাই | অমীমাংসীত |
রোহিত শর্মা | 62 | 49 | 12 | 1 | --- |
মহেন্দ্র সিং ধোনি | 72 | 41 | 28 | 1 | 2 |
বিরাট কোহলি | 50 | 30 | 16 | 2 | 2 |
হার্দিক পান্ডিয়া | 16 | 10 | 5 | 1 | --- |
সূর্যকুমার যাদব | 7 | 5 | 2 | ---- | ---- |
এদিকে এই সূর্যকুমার যাদবই MI-এ হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে খেলেন। ২০২৪-এর IPL-এ অধিনায়ক হিসেবে পান্ডিয়ার সময়টা ভাল যায়নি। ২০২৪ সালের T20 বিশ্বকাপে যদিও ভাল কামব্যাক করেছিলেন।