Advertisement

T20 World Cup 2024: নিউইয়র্কে এত খারাপ মাঠে ভারত-পাক ম্যাচ? VIRAL VIDEO দেখে ক্ষোভ

ভিডিও-তে দেখা যাচ্ছে, চূড়ান্ত খারাপ পিচ ও আউটফিল্ড। আন্তর্জাতিক ম্যাচের জন্য এই ধরনের মাঠ দেখে ক্ষুব্ধ ক্রিকেট ভক্তরা। যেন পাড়ার মাঠ। ভিডিও দেখে এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'আমাদের গ্রামের মাঠ এর চেয়ে অনেক ভাল।' আরেক ইউজার লিখছেন, 'গলি ক্রিকেটের মতো লাগবে যে।'

টি২০ বিশ্বকাপ ২০২৪
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jan 2024,
  • अपडेटेड 9:23 AM IST
  • ভিডিও দেখে ক্ষুব্ধ ক্রিকেট ভক্তরা
  • তৈরি করা হচ্ছে নিউইয়র্ক স্টেডিয়াম
  • জুন মাসে শুরু হতে চলেছে T20 বিশ্বকাপ

T20 বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারত প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। ৫ জুন। তারপরেই মহারণ। ৯ জুন ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। তারপর ১২ জুন আমেরিকা-ভারত ম্যাচ। দুটি ম্যাচই হবে নিউইয়র্কে। কিন্তু তার আগে সোশ্যাল মিডিয়ায় মাঠ ও পিচের যে ভিডিও ভাইরাল হয়েছে, তা রীতিমতো উদ্বেগের।

এক্স হ্যান্ডেলে এক ব্যক্তি একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দাবি করা হয়েছে, নিউইয়র্কের স্টেডিয়ামেপ ভিডিও, যেখানে ভারত-পাকিস্তান ম্যাচ হবে। সেই মাঠের অবস্থা চিন্তাজনক। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in।

ভিডিও দেখে ক্ষুব্ধ ক্রিকেট ভক্তরা

ভিডিও-তে দেখা যাচ্ছে, চূড়ান্ত খারাপ পিচ ও আউটফিল্ড। আন্তর্জাতিক ম্যাচের জন্য এই ধরনের মাঠ দেখে ক্ষুব্ধ ক্রিকেট ভক্তরা। যেন পাড়ার মাঠ। ভিডিও দেখে এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'আমাদের গ্রামের মাঠ এর চেয়ে অনেক ভাল।' আরেক ইউজার লিখছেন, 'গলি ক্রিকেটের মতো লাগবে যে।'

তৈরি করা হচ্ছে নিউইয়র্ক স্টেডিয়াম

ভারত-পাকিস্তান ম্যাচ খেলা হবে নিউইয়র্কের আইসেনহাওয়ার পার্ক স্টেডিয়ামে। ক্রিকেট বিশ্বের মহারণ হতে চলা এই স্টেডিয়াম এখন বিশ্বের তামাম ক্রিকেটপ্রেমীদের নজরে। স্টেডিয়াম কর্তৃপক্ষের তরফে দাবি করা হচ্ছে, এখনও পুরোপুরি তৈরি হয়নি স্টেডিয়াম। কাজ চলছে।

জুন মাসে শুরু হতে চলেছে T20 বিশ্বকাপ

জুন মাসে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়ে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। নিউ ইয়র্কে আগামী ৯ জুন মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। দুই দলই রয়েছে গ্রুপ এ-তে। সেই গ্রুপের বাকি তিনটি দল আমেরিকা, কানাডা এবং আয়ারল্যান্ড। ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল ২৯ জুন। ফাইনাল ২৯ জুন বার্বাডোজ়ে। এ বারের বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে। চারটি গ্রুপে এই দলগুলিকে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে পাঁচটি করে দল। শীর্ষে থাকা দু’টি দল সুপার ৮-এ উঠবে। আমেরিকার ফ্লোরিডা, ডালাস এবং নিউ ইয়র্কে ম্যাচগুলি হবে। অন্য দিকে, ওয়েস্ট ইন্ডিজ়‌ের ছ’টি মাঠে ম্যাচগুলি হবে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement