Advertisement

Virat Kohli : অস্ট্রেলিয়ার খবরের কাগজের প্রথম পাতাজুড়ে বিরাট কোহলির ছবি, হেডলাইন হিন্দি ও পঞ্জাবিতে!

একেই পারফরম্যান্সের এই চাপ, তার উপর অস্ট্রেলিয়া মিডিয়া যেন ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে ভারতীয় ক্রিকেট দলের উপর। সেই দেশের সিনিয়ার খেলোয়াড়রা নিয়মিত কলাম ধরেছেন। কোনও কোনও প্রাক্তন অজি তারকা সমালোচনাও করতে ছাড়ছেন না টিম রোহিতের টিমের সদস্যদের।

Virat Kohli
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 12 Nov 2024,
  • अपडेटेड 11:00 AM IST
  • বিরাট কোহলিকে নিয়ে মজে অস্ট্রেলিয়া
  • সেই দেশের একাধিক খবরের কাগজে কোহলিকে ফ্রন্টপেজ স্টোরি করা হয়েছে

আর মাত্র ১০ দিন পরই শুরু হবে বর্ডার-গাভাসকার ট্রফি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক হারের দগদগে ক্ষত নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নামবে টিম ইন্ডিয়া। কোহলি-বুমরাহদের কাছে অজিদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য। এই সিরিজে ভারত ভালো কিছু করতে না পারলে অনেক সিনিয়র প্লেয়ার এমনকী কোচ গৌতম গম্ভীরের ডানা ছাঁটা হতে পারে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

একেই পারফরম্যান্সের এই চাপ, তার উপর অস্ট্রেলিয়া মিডিয়া যেন ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে ভারতীয় ক্রিকেট দলের উপর। সেই দেশের সিনিয়ার খেলোয়াড়রা নিয়মিত কলাম ধরেছেন। কোনও কোনও প্রাক্তন অজি তারকা সমালোচনাও করতে ছাড়ছেন না টিম রোহিতের টিমের সদস্যদের। তারইমধ্যে সেদেশে আলোড়ন ফেলে দিয়েছে অস্ট্রেলিয়া মিডিয়ার এক কাণ্ড। সেই দেশের একাধিক খবরের কাগজ ফ্রন্ট পেজে বিরাট কোহলির ছবি দিয়েছে। যা এখন ভাইরাল। 

যে কোনও কাগজের ফ্রন্ট পেজে ছবি দেওয়া থেকে পরিষ্কার অজি মিডিয়া কতটা গুরুত্ব দিচ্ছে বিরাট কোহলিকে। মজার বিষয় হল ছবি দেওয়ার পাশাপাশি সেই সব কাগজে হেডলাইনও করা হয়েছে হিন্দি বা পঞ্জাবিতে। বিরাট কোহলির সঙ্গে সেই সব কাগজের খবরে জায়গা করে নিয়েছেন যশস্বী জসওয়াল এবং ঋষভ পন্তও। 

একটি খবরের কাগজে বিরাট কোহলিকে 'পোস্টার বয়' বানিয়ে বর্ডার- গাভাস্কার ট্রফির সম্ভাবনাময় মুখ বলে বর্ণনা করা হয়েছে। বিরাটকে নিয়ে কোন তারকা কী ভাবছেন তা নিয়েও অনেকগুলো আর্টিকেল ছাপা হয় সেই কাগজে। যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্তের নামও ছিল সংবাদপত্রে। 

অজি সংবাদপত্রে বিরাট কোহলির ছবি

একটি কাগজের প্রথম পৃষ্ঠায় লেখা হয় 'যুগো কী লডাই'। তাতে বিরাট কোহলিকে ইঙ্গিত করা হয়। আর এক পৃথক নিবন্ধে তরুণ ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালকে 'নভম রাজা'বা নিউ কিং  নামে পরিচিত করানো হয়। যদিও এই সব লেখা নিয়ে ভারতীয় দল বা অন্য কারও তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।  

Advertisement

প্রসঙ্গত, রবিবার সন্ধে বিরাট কোহলি পার্থে পৌঁছন। ২২ থেকে ২৬ নভেম্বর অপটাস স্টেডিয়ামে ভারতের প্রথম ম্যাচ। তার প্রায় দুই সপ্তাহ আগে সতীর্থদের সঙ্গে যোগ দেন বিরাট। তবে ভারতীয় দল খোলা জায়গায় অনুশীলন করবে না। সূচি অনুযায়ী, বন্ধ দরজার ভিতরে অনুশীলন করবেন কোহলিরা। ভারত A দলের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু চোটের উদ্বেগের কারণে বাতিল করা হয় সেই ম্যাচ। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement